এম কে আলম চৌধুরী
কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত .
রবিবার সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জেলা প্রশাসকের কার্য্যলয়ে শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কমিটির সদস্যদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
সভাপতির বক্তব্যের শুরুতে জেলা প্রশাসক, জুলাই গণঅভ্যূত্থানে কক্সবাজারসহ সারাদেশের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহত বীর যোদ্ধাদের সুস্থতা কামনা করেন। এ ছাড়া জুলাই বীর যোদ্ধাদের প্রতি সম্মান জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল আইন শৃংখলাবাহিনীর কঠোর নজরদারি রয়েছে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার, মব জাস্টিস, চাঁদাবাজিসহ যে কোন ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স অবস্থায় রয়েছে প্রশাসনসহ সকল আইন শৃংখলাবাহিনী।
গত মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দু:খ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধার অভিযানে বিমানবাহিনীসহ সংশ্লিস্ট সকল দপ্তর কাজ করছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো শাহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো: সাইফউদ্দীন শাহীন, সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব সানজিদা বেগম, বিএনপি জেলা সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, জেলা জামায়াতে আমীর নূর আহমেদ আনোয়ারী এবং শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, সাংবাদিক মাহবুবর রহমান, ছাত্র প্রতিনিধি সাহেদুল ওয়াহিদ সাহেদসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃংখলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, মাদক পাচার প্রতিরাধ ও নিয়ন্ত্রণ, একবার ব্যবহৃত পলিথিন নিষিদ্ধ ও পণ্যের পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতকরণ, সৈকতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও বিপদজনক স্থান চিহ্নিতকরণ, ভূমি সংক্রান্ত নির্ধারিত অতিরিক্ত কর আদায়, যানজট ও জলাবদ্ধতা নিরসন, যাত্রীবাহী পরিবহন সংশ্লিস্টদের হয়রানি রোধে করণীয়সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।