মো: আলমগীর হোসেন বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া:-
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে নানা আয়োজনে অভিযান এর ২৩ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
জেলা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নানা আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অভিযার-এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৫ পালিত হয়েছে। ১০ই জুলাই বৃহষ্পতিবার বেলা ১১ টার সময় বিজয়নগর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি, মাসিক সূর্য শপথ পত্রিকার সম্পাদক এবং অভিযান এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ। তিনি তার বক্তব্যে অভিযান এর শিক্ষা, স্বাস্থ্য ও জনসচেতনতামূলক কর্মসূচির যাবতীয় কার্যক্রম বর্ণনা করেন।
উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তাফিজুল কবীর, জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া সভাপতি মো: আবদুর রহমান খান (ওমর)। উপজেলা শিক্ষা অফিসার স্বর্ণ জিৎ দেব, উপজেলা সমবায় অফিসার রোবিনা আক্তার, বিজয়নগর থানার এস আই শফিক, বিজয়নগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হৃদয়, প্রেসক্লাব বিজয়নগরের দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসাঈন, এডভোকেট মোঃ ছানা উল্লাহ, শাহজালাল সরকারি কলেজেল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহ মোঃ শামসুজ্জামান, ইসলামপুর আলহাজ্ব শফিকুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম হাজারী উজ্জল
প্রত্যেক বক্তাই, অভিযান এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অভিযানকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে কেক কেটে অনুষ্ঠানের প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষনা করেন।
দুপুর ২টায় অভিযান সেন্টারে ২য় অধিবেশন শুরু হয়। এতে অভিযান স্কুলের শিক্ষার্থীরা হামদ,নাত,গজল, ইসলামী সঙ্গিত, দেশাত্ববোধক গান ও নৃত্যে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মধ্যে ১ম,২য় ও ৩য় পুরুষ্কার সহ শান্তনামূলক পুরুষ্কার প্রদান করা হয়। তাছাড়া মেধা যাচাই পরিক্ষায় যে সকল শিক্ষার্থীরা কৃতিত্ব অর্জন করেছেন তারেকে ক্রেষ্ট প্রদান করা হয়।
. পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন, গ্রাম বাংলার বাউল শিল্পি অন্ধ সোহেল। এ সময় অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, অভিযান এর সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্যমান্য ব্যক্তিবর্গ সহ অভিযান স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।