মোঃ জয়নাল আবেদীন
আনোয়ারা মাতৃত্বকালীন ছুটি নিয়ে শিক্ষিকাকে হয়রানি করা সেই শিক্ষা কর্মকর্তাকে বদলি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে মাতৃত্বকালীন ছুটি নিয়ে হয়রানির জেরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) আবদুর রহমান ভূঁইয়াকে বদলি করা হয়েছে।
৯ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশে প্রশাসনিক কারণে তাকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বদলি করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হয়। আদেশে বলা হয়, তাকে ১৫ জুলাইয়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে। অন্যথায় ১৬ জুলাই থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
ভুক্তভোগী ওই শিক্ষিকার নাম নাজনীন নাহার। তিনি আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০২৪ সালের জুন মাসে ভারতের চেন্নাই থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি। কিছুদিন পর জানতে পারেন, তিনি যমজ সন্তান গর্ভে নিয়েছেন। চিকিৎসকেরা পুরো গর্ভাবস্থায় পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন। এরপর জুন থেকে নভেম্বর পর্যন্ত কয়েক দফায় ছুটির আবেদন করেন নাজনীন। কিন্তু উপজেলা শিক্ষা অফিসার এসব আবেদন আমলে না নিয়ে ছুটি অনুমোদন করেননি। এমনকি অফিস আদেশ জারি না হওয়ায় কয়েক মাসের বেতন ও বিলও আটকে যায়।