রাজীব দাশ
কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার পাঁচজন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) রাতে কোতোয়ালী থানাধীন সিআরবি সাত রাস্তার মোড়ের স্টেডিয়াম সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল করিম।
গ্রেপ্তার পাঁচজন হলেন – চকবাজারের মোঃ সাকিব (২৪), বাকলিয়ার আবু তাহের (২৮), সদরঘাটের ছাব্বির হোসেন (১৯) চকবাজারের মোহাম্মদ হোসেন (২০) এবং একই এলাকার শাহিদ হোসেন (২২)।
এ সময় তাদের কাছ থেকে একটি ছোরা, একটি কুড়াল, এবং একটি লোহার পাইপের সঙ্গে লাগানো চেইনের রিং উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং বিভিন্ন সময় চট্টগ্রাম ফলমন্ডি ও রিয়াজ উদ্দিন বাজারের ব্যবসায়ী ও পথযাত্রীদের জিম্মি করে ডাকাতি করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।