রাজীব দাশ
কোভিড পরীক্ষার ভুল রিপোর্টের অভিযোগে দুই চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম: করোনাভাইরাসের সংক্রমণ নিরূপণের প্রতিবেদনে জালিয়াতির অভিযোগে ঢাকার বনানীর প্রাভা হেলথের (PRAAVA HEALTH) দুই চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩০ জুন) চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিলের আদালতে মামলাটি করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার।
মামলায় অভিযুক্তরা হলেন, ঢাকার বনানীর প্রাভা হেলথের (PRAAVA HEALTH) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিমিন এম আক্তার, পরিচালক ডা. জাহিদ হোসেন ও প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা রেজোয়ান আল রিমন।
সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, চার বছর আগে করোনাভাইরাসের সংক্রমণ নিরূপণের প্রতিবেদন জালিয়াতির অভিযোগে দুই চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়।
আদালত শুনানি শেষে মামলাটি গ্রহণ করে অভিযুক্তদের আদালতে হাজিরের জন্য সমন জারির আদেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুস সাত্তার ২০২১ সালের ৬ মার্চ আব্দুস সাত্তার চট্টগ্রামে একটি হাসপাতালে ভর্তি হন।
এনজিওগ্রাম করার জন্য ৯ মার্চ তিনি ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যান। সেসময় দেশজুড়ে করোনা মহামারী চলছিল।
এনজিওগ্রামের আগে কোভিড টেস্ট করানোর জন্য তিনি বনানীর প্রাভা হেলথ হাসপাতালে যান। ২০ মার্চ তাদের নির্ধারিত ৩ হাজার ৪৭৫ টাকা জমা দিয়ে তিনি প্রfভা হেলথের মিরপুর কালেকশন সেন্টারে কোভিড পরীক্ষার জন্য নমুনা দেন। পরদিন তাকে দেওয়া প্রতিবেদনে তিনি করোনায় আক্রান্ত বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনটিতে ডা. জাহিদ হোসাইন ও রেজোয়ান আল রিমনের নাম ও স্বাক্ষর ছিল। কিন্তু পরবর্তীতে নিজের মধ্যে করোনার কোনো উপসর্গ না দেখে সন্দেহ হলে তিনি ভিন্ন একটি প্রতিষ্ঠানে আবার নমুনা দেন। সেখানে তিনি করোনায় আক্রান্ত নন বলে প্রতিবেদন দেওয়া হয়।