রাজীব দাশ
চট্টগ্রাম বাকলিয়ায় জোড়া খুনের আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম: নগরের বাকলিয়ায় জোড়া খুনসহ একাধিক মামলার আসামি মো. খোরশেদ (৪০)-কে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ১২টার পর রাঙ্গুনিয়ার উত্তর ঘাটচেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খোরশেদ রাউজান উপজেলার পরীর দীঘির পাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
র্যাব-৭ জানায়, খোরশেদ এলাকায় ত্রাস হিসেবে পরিচিত।
তার বিরুদ্ধে বাকলিয়া থানার জোড়া খুন মামলাসহ হত্যা, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে থাকা খোরশেদকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।