1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

চট্টগ্রামে চন্দনাইশে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে আহত ৮

উৎসবের আলো
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

 

মোঃ জয়নাল আবেদীন

চট্টগ্রামে চন্দনাইশে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে আহত  ৮

চট্টগ্রামের চন্দনাইশে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত আট ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বরকল শ্রী শ্রী রাধামাধব জুলন মন্দির থেকে পাঠানদন্ডী মাহাজনঘাটা যাওয়ার পথে সুচিয়া সাথী ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রথযাত্রা চলাকালে রথের উপরের একটি অংশ পাকা রাস্তায় ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে রথে এবং পাশে থাকা অন্তত সাত থেকে আটজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। এ সময় উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত দেবজ্যোতি ঢাকা পোস্টকে বলেন, রথযাত্রা হঠাৎ বিদ্যুতের তারের সঙ্গে লাগে। ৪০ থেকে ৫০ সেকেন্ডের মতো রথের সঙ্গে আটকে ছিলাম। পরে ধাক্কায় জ্ঞান হারিয়ে ফেলি। আরও কয়েকজনের হাত-পায়ে জখম হয়েছে। কয়েকজনকে মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে শুনেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট