1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

চান্দগাঁও থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে আটক- ৬ 

উৎসবের আলো
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

 

রাজীব দাশ

 

চান্দগাঁও থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে  ডাকাত দলের সদস্য আটক- ৬

চান্দগাঁও থানার  অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/মোঃ শাহ জাহান, এসআই/হৃদয় মাহমুদ লিটন, এএসআই/জালাল উদ্দিন, এএসআই/সুজন ‍কুমার দাস সঙ্গীয় ফোর্স সহ ইং ২৭ জুন  বহদ্দারহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে  ৬ ডাকাত কে আটক করা হয়, ।  আসামিরা হল : মোঃ আব্দুল হামিদ (২৫), পিতা-শওকত আলী, মাতা-রাশেদা বেগম, সাং-জুইদন্ডী, নামার বাজার, মুন্সি মাঝির বাড়ী, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম,  রাহুল বিশ্বাস (২৬), পিতা-দয়াল বিশ্বাস, মাতা-মৃত রিতা বিশ্বাস, সাং-হাবিলার দ্বীপ, শাকপুরা, কানু বিশ্বাস এর বাড়ী, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম,মোঃ শামীম (৩৯), পিতা-মৃত মোঃ ওমর আলী, মাতা-সফমেহের বেগম, সাং-ভৈরব বাজার, হাজী মোখলেছ মিয়ার, থানা-ভৈরব, জেলা কিশোরগঞ্জ, বর্তমানে-সিএন্ডবি, টেকবাজার, ফারুক মিয়ার কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,  মেহেরাজ (১৯), পিতা-মোঃ নাজিম উদ্দিন, মাতা-কহিনুর আক্তার, সাং-পদুয়া, নাজিম উদ্দিন এর বাড়ী, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বাস টার্মিনাল আবিদের বাড়ী, শহিদপাড়া, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,  মোঃ আলী আকবর (১৯), পিতা-মোঃ সেলিম, মাতা-রুবি আক্তার, সাং-সিএন্ডবি, ফজু সেরাং এর বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, আবু বক্কর ছিদ্দিক (২৫), পিতা-আসমত উল্লাহ, মাতা-ছকিনা বেগম, সাং-বড় জামছড়ি, আব্দুল হাকিম এর বাড়ী, থানা- রামু, জেলা কক্সবাজার, বর্তমানে-কাপ্তই রাস্তার মাথা, আজাদ কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে ৩ (তিন)টি ষ্টীলের ছোরাসহ গ্রেফতার করা হয়।

চান্দগাঁও থানার মামলা নং-৩৩, তারিখ-২৭/০৬/২০২৫ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে।

বিষয় টি চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন জানান,।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট