রাজীব দাশ
চান্দগাঁও থানার অভিযানে জিআর ও অধ্যাদেশ মামলায় গ্রেফতার ৫
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/মোঃ লুৎফুল আহসান, এএসআই/বিপ্লব শামীম রেজা, এএসআই/সুজন কুমার দাস, ইং ২৫ জুন চান্দগাঁও থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে পৃথক মামলায় ৫ আসামি কে গ্রেফতার করা হয়,।
আসামিরা হল: আরিফ উল্লাহ , পিতা-মোহাম্মদ জকরিয়া, মোহাম্মদ আহসান হাবীব তানভীর, পিতা-সুলতান কবির,। মোহাম্মদ ফারুক, পিতা-নরুল আমিন, মোঃ মনির – পিতা মৃত-মাহাবুল আলম, মাতা-নুর না হার মোঃ জুয়েল – পিতা-মোঃ হানিফ,
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৮৮ (ডি) ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন, জিআর মামলায় দাখিল করা হয়েছে,।