কামাল চৌধুরী – নোয়াখালী
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে দালান ঘর নির্মাণ
নোয়াখালী জেলার চরজুবিলী ইউনিয়নের পশ্চিম চরজুবিলী মৌজায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিষেধাজ্ঞাধীন চৌহদ্দির মধ্যে দালান ঘর নির্মাণ করছে সংশ্লিষ্ট মামলার বিবাদী মো. মামুন ।
মামলার সূত্রে জানায়, উক্ত মৌজার বিবাদমান ভূমি নিয়ে উপজেলার পচ্চিম চরজুবিলী গ্রামের মৃত হোসেন আহাম্মদের পুত্র হেলাল উদ্দিন বাদী হয়ে তার প্রতিবেশী মামুন ও তার পরিবারের ৩ জনকে আসামি করে নোয়াখালীর জেলা ম্যাজিস্ট্রেট আদালতের পিটিশন মামলা দায়ের করেন। যার মামলা নং-২৫৭/২০২৫ এবং স্মারক নং-৪৮১, তারিখ ২০/০৫/২০২৫ (ধারা ১৪৪/১৪৫ ফৌঃ কাঃ বিঃ)।
এ মামলায় আদালত বিরোধপূর্ণ জমির চৌহদ্দিতে ১ম পক্ষ (হেলাল উদ্দিন) ও ২য় পক্ষ (মামুনসহ অন্যান্য) কেউই উক্ত জমিতে কোন প্রকার নির্মাণকাজ, দখল বা অনুপ্রবেশ করতে পারবেন না বলে নির্দেশ প্রদান করেন। কিন্তু বিবাদী পক্ষ আদালতের আদেশ অমান্য করে বিচারাধীন জমির চৌহদ্দির ভিতরে দালান ঘর নির্মাণ শুরু করেছেন। এতে করে স্থানীয় বিরোধ আরও জটিল আকার ধারণ করছে এবং এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে বলে জানান স্থানীয়রা।
মামলার বাদী ভুক্তভোগী হেলাল উদ্দিন বলেন, “আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদী পক্ষ বেআইনিভাবে ঘর তুলছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আদালতের আদেশ বাস্তবায়ন হয় এবং শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর মধ্যে বিষয়টি নিয়ে চরম চাপা ক্ষোভ বিরাজ করছে।