কবি গাজী মাজহারুল ইসলাম
নজরুল স্মৃতি সাহিত্য সংসদ অনলাইন কার্পাসডাঙ্গা এর নতুন কমিটি গঠন : প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ লাবলু হোসেন,
সভাপতি, আকলিমা খাতুন, কবি ও শিক্ষক
সাধারণ সম্পাদক আব্দুল আলীম,
নজরুল স্মৃতি সাহিত্য সংসদ কার্পাসডাঙ্গা অনলাইন এর নতুন কমিটি গঠন করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে
মঙ্গল বার (২০ ইং জুন ২৫) নজরুল স্মৃতি সাহিত্য সংসদ কার্পাসডাঙ্গা অনলাইন এর আযোজনে কবি সাহিত্যিকদের নিয়ে একটি ভার্চুয়ালি মিটিং করা হয় এবং সেই মিটিংয়ে সবার সম্মতি ক্রমে কবি মোঃ লাবলু হোসেনকে প্রতিষ্ঠাতা পরিচালক
সভাপতি,আকলিমা খাতুন, কবি ও শিক্ষক
এবং কবি আব্দুল আলিম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্য সম্মানিত সদস্য বৃন্দ হলেন-সহ সভাপতি:-কবি এম রেজাউল করিম রকি, কবি জিয়াউল হায়দার
ও গাজী মাজহারুল ইসলাম, কবি ও গীতিকার
সহ সাধারণ সম্পাদক: কবি শেখ নজরুল ইসলাম,
ও জামিরুল ইসলাম জামিল খান,
সাংগঠনিক সম্পাদক, সাইফুল ইসলাম মাস্টার
সহসাংগঠিক সম্পাদক, সাহিত্যিক মোঃ আপেল হোসেন
প্রচার সম্পাদক: কবি আবুল কাসেম, মোঃ নাসিরউদ্দীন,
সহ প্রচার সম্পাদক কবি মামুন হোসেন ,
মহিলা বিষয়ক সম্পাদক: কবি প্রভাবতী লাখী,
মহিলা বিষয়ক সহ সম্পাদক কবি আঁখি ইসলাম জুঁই ,
”’ধর্ম বিষক সম্পাদক:
সংস্কৃতি বিষয়ক সম্পাদক:-নিশাত শারমিন সোনিয়া,
কার্পাসডাঙ্গা , সহ সংস্কৃতি বিষয়ক শহীদ সিঙ্গার ,
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: কবি অজয় চক্রবর্তী (ভারত) , আন্তর্জাতিক সহ সম্পাদক কবি বিদ্যুৎ দাস (ভরত)
আবৃত্তি বিষয়ক সম্পাদক : আফসানা মিমি কণা।
নবগঠিত কমিটিতে আরও যারা বিচারক হলেন:
প্রধান বিচারক:-কবি কামরুজ্জামান লিটু (মাষ্টার),
সহ বিচারক: ও পরিচালক,
বিচারক কবি মাহবুবর রহমান
সহ বিচারক,কবি মোশাররফ হোসেন ।
নবগঠিত কমিটিতে আরও যারা উপদেষ্টা হলেন : প্রধান উপদেষ্টা কবি মোঃ খালেকুজ্জামান,
উপদেষ্টা অধ্যপক,আসমান আলী
কবি ও ছড়াকার, আতিক হেলাল
কবি এবি এম সোহেল রশিদ
কবি আতাউল ইসলাম সবুজ ,
কবি ফয়সাল আহমেদ
কবি ও ছড়াকার আহাদ আলী মোল্লা
কবি মাহাবুবুর রশিদ মাহাবুব বিশ্বাস
কবি শরীফ সাথী , কবি
কবি খলিলুর রহমান ,
কবি মুন্সি আবু সাইফ,
কবি মুরশীদ আলম ,
সদস্য বৃন্দ, উপদেষ্টা মো: শাহ জামাল, জামালপুর,
সাংবাদিক মাসুদ পারভেজ চট্টগ্রাম
প্রফেসর ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন,মোঃ দেলোয়ার হোসেনকবি মীর এনামুলকাজী শিপন :মোহাম্মদ আফজাল হোসেনকবি আসিফ খন্দকারকবি শহিদুল্লাহ সরকার
কবি আবু সাঈদ
বাচিক শিল্পী, সুমন মুখোপাধ্যায়( ভারত),
উপদেষ্টা মুহাম্মদ নাসেরউদ্দিন, হুগলি, পশ্চিম ভারত।
নবনির্বাচিত কমিটির,প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ লাবলু হোসেন
সভাপতি আকলিমা খাতুন
সাধারণ সম্পাদক আব্দুল আলীম
সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যাতে এই সংগঠনটি শিল্প-সাহিত্যের তীর্থভূমি নজরুল স্মৃতি বিজড়িত এই অঞ্চলটিকে সারাদেশের কাছে তুলে ধরা এবং মননশীল শিল্প সাহিত্য চর্চার মধ্য দিয়ে নিয়ে যেতে পারেন এবং সাংগঠনিক কাজের ধারাবাহিগতা বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রাখা অতঃপর সৃজনশীল কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।