1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গ্রেপ্তার 

উৎসবের আলো
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

 

 

রাজীব দাশ

 

ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গ্রেপ্তার

চট্টগ্রাম: নগরের সিআরবি এলাকা থেকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিক সাকিবুল ইসলাম সাকিব (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৩ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।

গ্রেপ্তার সাকিবুল ইসলাম নগরের চকবাজার থানার হিরোমনি এলাকার মফিজুর রহমানের ছেলে। তিনি নগরের খুলশী থানার ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ২০১৯ সালের ২৪ নভেম্বর খুলশী থানায় দায়ের করা মামলায় সাকিবুল ইসলাম দোষী সাব্যস্ত হন এবং আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সিআরবি এলাকায় অভিযান চালিয়ে সাকিবকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট