1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজার সৈকতে ঝাউবাগানে সাংবাদিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান :সম্পাদক মাহামুদুর রহমান রহমানের পুলিশ সদস্যকে কোপানোর ঘটনায়, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন অভিযানে ২ কোটি  টাকা মুল্যের ভারতীয় চোরাই মালামাল আটক দুদকের মামলায় বদির বিরুদ্ধে ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বিকেলে ৭ রাজনৈতিক দলের বৈঠক ছাত্র-জনতার অভ্যুত্থানের ৩৪ মামলায় চার্জশিট হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠু গ্রেপ্তার সারোয়ার উদ্দিন আহমেদ মিঠ বাকলিয়ায় এসএমজির গুলি-শটগান কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার পটিয়ায় বিচ্ছিন্ন বগি রেখে ঢাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেন

নগরে রাতভর থেমে থেমে বৃষ্টিতে  হাঁটুসমান পানি,জনদুর্ভোগ চরমে,

উৎসবের আলো
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

 

 

 

মোঃ জয়নাল আবেদীন

নগরে রাতভর থেমে থেমে বৃষ্টিতে হাঁটুসমান পানি,জনদুর্ভোগ চরমে,

ভারী বৃষ্টিতে নগরে হাঁটুসমান পানি ছবি: সোহেল সরওয়ার
চট্টগ্রাম: রাতভর থেমে থেমে বৃষ্টিতে চট্টগ্রামের কিছু এলাকায় হাঁটুসমান জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েন জরুরি কাজে বের হওয়ার সাধারণ মানুষ।

কিছু জায়গায় হাঁটু পানি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে আসে।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নগরের চকবাজারের আধুনিক চক সুপার মার্কেটের পাশের সড়কে জমেছে কোমরসমান পানি।

একই অবস্থা চকবাজার কাঁচাবাজারের পাশের সড়কেও। এছাড়া কাতালগঞ্জ বৌদ্ধ মন্দিরের সামনের সড়ক ও আবাসিক এলাকায়, নগরের কৈবল্যধামের ইস্পাহানি গেট এলাকায়ও হাঁটুসমান পানি জমে থাকতে দেখা যায়।
পাশাপাশি নগরে ব্যস্ততম এলাকা জিইসি মোড়েও হাঁটুসমান পানি উঠেছে। মূলত এই এলাকায় পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতা।

নগরের কাতালগঞ্জ এলাকায়, বৃষ্টির কারণে রাস্তায় গণপরিবহন কিছুটা কম। ফলে স্বল্প দূরত্বে যেতেও রিকশায় বেশি ভাড়া দিতে হচ্ছে। টানা বৃষ্টি হওয়ায় জলজট সৃষ্টি হয়েছে। হাঁটু পানি মাড়িয়ে কাজে যেতে হচ্ছে।

এমদাদ নামের অফিসগামী এক যাত্রী জানান, বৃষ্টিতে জিইসি মোড়ে জিইসি কনভেনশন হলের সামনে পানি জমে আছে। এ এলাকায় আগে কখনও পানি জমতে দেখিনি। দুই বছর ধরে এখানেও পানি জমছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা ঠিক না করলে এমন উঁচু জায়গাও পানিতে নিমজ্জিত থাকবে। এ বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একযোগে কাজ করা উচিত।

এদিকে, চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাত আরও একদিন থাকতে পারে বলে জানিয়েছেন পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ঈসমাইল ভূঁইয়া জানান, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম ও তার আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট