1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে স্বামীর শিলনোড়ার আঘাতে স্ত্রীর মৃত্যু কক্সবাজারে আওয়ামী লীগ নেত্রী পাখি গ্রেফতার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তিন থানায় ওসি পদে রদবদল চান্দগাঁওয়ে দুই ছিনতাইকারী গ্রেপ্তার কর্ণফুলীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪ আগের মতো সারাদিন পানি জমে থাকছে না: মেয়র শাহাদাত মাদক ব্যবসার দ্বন্দ্বে মহিউদ্দিনকে গুলি করে হত্যা মামলায়,ডিবির অভিযানে অস্ত্রগুলিসহ গ্রেপ্তার ১ চান্দগাঁও থানায় বিস্ফোরক মামলার আসামি, কর্ণফুলী থানার পুলিশ ইউপি সদস্য কে গ্রেপ্তার সুবর্ণচরে বন্যার পানি সরানোর দাবিতে বৃষ্টিতে ভিজে বিশাল মানববন্ধন চান্দগাঁও থানার অভিযানে সিএমপি অধ্যাদেশ ৩ জন আসামী গ্রেফতার

চান্দগাঁও থানার পুণিশ পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার

উৎসবের আলো
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

 

রাজীব দাশ

 

চান্দগাঁও থানার পুলিশ  পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার উদ্যোগে পরিচালিত পৃথক তিনটি বিশেষ অভিযানে চাঁদাবাজি, বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন অপরাধ সংশ্লিষ্ট মামলার মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযানে পুলিশের একাধিক টিম অংশ নেয়।

প্রথম অভিযানটি পরিচালিত হয় ৩১ মে ভোররাত ১টা ১০ মিনিটে, বহদ্দারহাট এলাকায়। এসআই জায়েদ আব্দল্লাহ বিন ছরওয়ার, এএসআই গোলাম কিবরিয়াসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নিয়ে সিএমপি অধ্যাদেশের আওতায় তিনজন আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন– জয় চক্রবর্তী (২৮), মো. নুরুজ্জামান ওরফে শুভ (১৯) এবং মো. রাকিবুল হাসান (১৯)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

দ্বিতীয় অভিযানে ৩১ মে সকাল সাড়ে ১১টায় কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালানো হয়। এসআই মো. ফয়সাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চান্দগাঁও থানায় দায়েরকৃত চাঁদাবাজির একটি মামলার আসামি মিজবাহুল আলম ওরফে রুবেল (২৫)–কে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে পেনাল কোডে একাধিক ধারায় মামলা রয়েছে।

তৃতীয় ও শেষ অভিযানটি চালানো হয় একই দিন রাতে। ওসি মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এবং কর্ণফুলী থানার সহযোগিতায় চালানো ওই অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় অভিযুক্ত মো. মনির উদ্দিন (৪২)–কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বেশি কিছু অপরাধ মূলক আইনের ধারায় মামলা রয়েছে, এছাড়াও ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় ১ টি মামলা আছে।

চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, “নগরবাসীর শান্তি-শৃঙ্খলা রক্ষায় সিএমপি’র অধীন আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। অপরাধ নির্মূলে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট