রাজীব দাশ
চান্দগাঁও থানার পুলিশ পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার উদ্যোগে পরিচালিত পৃথক তিনটি বিশেষ অভিযানে চাঁদাবাজি, বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন অপরাধ সংশ্লিষ্ট মামলার মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযানে পুলিশের একাধিক টিম অংশ নেয়।
প্রথম অভিযানটি পরিচালিত হয় ৩১ মে ভোররাত ১টা ১০ মিনিটে, বহদ্দারহাট এলাকায়। এসআই জায়েদ আব্দল্লাহ বিন ছরওয়ার, এএসআই গোলাম কিবরিয়াসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নিয়ে সিএমপি অধ্যাদেশের আওতায় তিনজন আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন– জয় চক্রবর্তী (২৮), মো. নুরুজ্জামান ওরফে শুভ (১৯) এবং মো. রাকিবুল হাসান (১৯)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।
দ্বিতীয় অভিযানে ৩১ মে সকাল সাড়ে ১১টায় কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালানো হয়। এসআই মো. ফয়সাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চান্দগাঁও থানায় দায়েরকৃত চাঁদাবাজির একটি মামলার আসামি মিজবাহুল আলম ওরফে রুবেল (২৫)–কে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে পেনাল কোডে একাধিক ধারায় মামলা রয়েছে।
তৃতীয় ও শেষ অভিযানটি চালানো হয় একই দিন রাতে। ওসি মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এবং কর্ণফুলী থানার সহযোগিতায় চালানো ওই অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় অভিযুক্ত মো. মনির উদ্দিন (৪২)–কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বেশি কিছু অপরাধ মূলক আইনের ধারায় মামলা রয়েছে, এছাড়াও ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় ১ টি মামলা আছে।
চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, “নগরবাসীর শান্তি-শৃঙ্খলা রক্ষায় সিএমপি’র অধীন আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। অপরাধ নির্মূলে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।”