রাজীব দাশ
চান্দগাঁও থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার- ৩
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এএসআই/ফারুক মিয়া, এএসআই/অসিত নাথ সঙ্গীয় ফোর্স সহ ইং ২৭ মে সকাল ০৬:৩০ ঘটিকার সময় চান্দগাঁও থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া দায়রা-৫৫৮/২৫, সিআর-১৯৬৯/২৪, (কোতোয়ালী) ১। কামরুন নাহার রুপা, স্বামী-মোঃ ওমর, পিতা-হাজী ইউসুফ, সাং- আবুল হাশেম মাষ্টার বাড়ী, শহীদপাড়া, ওয়ার্ড নং-৪, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম ও দায়রা-৫৫৮/২৫, সিআর-১৯৬৯/২৪, (কোতোয়ালী) ২। মোঃ ওমর (৪৯), পিতা-মোঃ আবুল হাশেম, মাতা-নুর জাহান বেগম, সাং-আবুল হাশেম মাষ্টার পাড়া, ওয়ার্ড নং-৪, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম এবং পারিঃ জারী নং-৬০/২৪ (হাটহাজারী), ৩। মোঃ ইকবাল হোসেন, পিতা-মোহাম্মদ শাহ আলম সওদাগর, সাং-সিএন্ডবি রোড, টেকবাজার পুল, লাল মিয়া হাজীর বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয়। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করে জানান,,।