1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজার ফুটবল স্টেডিয়ামে তাণ্ডব, এখনো মামলা হয়নি চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪ চকরিয়া পৌরসভা গণসংযোগ করেন চকরিয়া পেকুয়া আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী: আবদুল্লাহ আল ফারুক ধারণক্ষমতার পাঁচগুণ টিকিট বিক্রি, খেলা না হওয়ায় ভাঙচুর-অগ্নিসংযোগ ৩৫তম বিসিএস পুলিশ ব্যাচের সভাপতি জাকারিয়া সাধারণ সম্পাদক মোর্শেদুল মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের বাকলিয়ায় সাজা পরোয়ানাপ্রাপ্ত ৬ আসামি গ্রেপ্তার আগ্রাবাদ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে গ্রেপ্তার ৮ মহেশখালীতে যৌথ অভিযানে,অপরাধীদের ৫ আস্তানা ধ্বংস, অস্ত্রসহ গুলি উদ্ধার বিসমিল্লাহ ফুডকে ৩ লাখ টাকা জরিমানা, সিলগালা

চট্টগ্রামে পশুর হাটে নাশকতা ঠেকাতে সন্ত্রাসীদের তালিকা করেছে পুলিশ

উৎসবের আলো
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

 

 

রাজীব দাশ

চট্টগ্রামে পশুর হাটে নাশকতা ঠেকাতে সন্ত্রাসীদের তালিকা করেছে পুলিশ

ঈদুল আজহা উপলক্ষ্যে চট্টগ্রাম নগরের কোরবানির পশুর হাট, চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (২৬ মে) দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. হুমায়ুন কবির।

সভায় জানানো হয়, পশুর হাটকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের চাঁদাবাজি, ছিনতাই, পকেটমারি বা কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, সেজন্য আগাম গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পশুবাহী যানবাহনে চাঁদাবাজি, সন্ত্রাসী তৎপরতা কিংবা সংঘবদ্ধ অপরাধ ঠেকাতে ইতোমধ্যে সন্ত্রাসীদের তালিকা তৈরি করা হয়েছে। নগরের স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলোতে বিক্রেতা ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হচ্ছে বাড়তি পদক্ষেপ।

জাল নোট শনাক্তে গুরুত্বপূর্ণ হাটগুলোতে স্থাপন করা হবে বিশেষ যন্ত্র। হাট এলাকায় থাকবে সিসিটিভি ক্যামেরা এবং প্রয়োজনে ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। হাট কেন্দ্রিক কোনো অবৈধ গাড়ি পার্কিং বা রাস্তা দখলের চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিএমপি। এ ছাড়া পশুর মূল্য অস্বাভাবিকভাবে বাড়ানোর পেছনে যেন কোনো সিন্ডিকেট কাজ করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে। চামড়া ব্যবসায়ও যেন একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত না হয়, সে লক্ষ্যে সতর্ক থাকবে পুলিশ।

নগরবাসীকে হাট বা আশপাশে যেকোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক ঘটনার তথ্য জানানোর জন্য সিএমপির বিভিন্ন হটলাইন নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে সহায়তার জন্য ডিবির উত্তর ও বন্দর বিভাগের নম্বরসহ সিএমপি কন্ট্রোল রুমের নম্বর প্রকাশ করা হয়।

সভায় জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি করপোরেশন, র‍্যাব, ডিজিএফআই, এনএসআই, প্রাণিসম্পদ বিভাগ, ফায়ার সার্ভিস, ওয়াসা ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট