1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে ছয় ঘণ্টায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে,

উৎসবের আলো
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

 

এম কে আলম চৌধুরী

 

 

চট্টগ্রামে ছয় ঘণ্টায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে,

চট্টগ্রাম: দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিসের আমবাগান কেন্দ্র। একই সময়ে পতেঙ্গায় রেকর্ড হয়েছে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত।

বিষয়টি দৈনিক এখন বার্তাকে  নিশ্চিত করেছেন পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া।

বৃষ্টিপাতের কারণে যথারীতি নিচু এলাকায় সৃষ্টি হয় জলজট।

জিইসি মোড়সহ বেশ কিছু এলাকার সড়কে পানি উঠে যায়। এ সময় সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের পানি দ্রুত অপসারণে ময়লা আবর্জনা সরিয়ে দিতে দেখা যায়।
তারপরও দুর্ভোগে পড়েন, যাত্রী, পথচারী ও খেটে খাওয়া মানুষ।
তিনি জানান, বৃহস্পতিবার পতেঙ্গার চেয়ে মূল নগর এলাকায় বেশি বৃষ্টিপাত হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট