রবিউল হোসেন চৌধুরী রিপনঃ
রাঙামাটির কাপ্তাই শাখার আয়োজনে,
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর পাঁচ দফা দাবী আদায়ের লক্ষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত,
জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং: বি-১৮৮৬) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বুধবার (২১ মে) সকালে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শ্রমিক-কর্মচারীরা পাঁচ দফা দাবীসহ
বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ
অংশগ্রহণ করেন। সমাবেশ শুরুর আগে প্লান অফিস কার্যালয়ে থেকে একটি বিক্ষোভ মিছিল কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র প্রাঙ্গণ প্রদক্ষিণ করে ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুগ্ম সম্পাদক কাজী আব্দুল হান্নান এর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার সভাপতি মোঃ বেলাল হোসেন।
বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ আলম, সহ-সভাপতি কবিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন,
যুগ্ম সম্পাদক মাহাবুব রহমান, আবদুর রহিম, যুব কমিটির সিনিয়র সহ-সভাপতি দিদার হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, যুব বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে কেন্দ্রীয় কর্মসূচির ৫ দফা দাবি উপস্থাপন করেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার সভাপতি মোঃ বেলাল হোসেন।
বক্তরা এই সময় সবাই ঈদুল আজহার পূর্বে এপিএ (APA) বোনাস এবং অপেক্ষমাণ ওটি ও টি.এ বিল পরিশোধ ও ছুটি নগদায়ন পূর্বের নিয়ম অনুযায়ী চালু রাখার দাবি জানান। বক্তরা আরোও বলেন ফ্যসিবাদের দোসর দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে হবে। গত ২০ মার্চ ২০২৫ তারিখে বিদ্যুৎ ভবনে সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা এবং মিথ্যা মামলায় জড়িতদের গ্রেপ্তার ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহবান জানান। হয়রানিমূলক বদলি বন্ধ ও বাতিল করতে হবে; সার্ভিস রুল বহির্ভূত ৩, ৫ ও ৯ বছরের বার বাতিল এবং সব শূন্য পদে অবিলম্বে নিয়োগ দেওয়ার জোর দাবি করেন। এছাড়া মৃত কর্মকর্তা-কর্মচারীর পোষ্য ও অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত ‘কাজ নাই মজুরি নাই’, দৈনিক মজুরি, RFO, পিসরেট কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিও তোলা হয়।বক্তারা সমাবেশে অংশগ্রহণকারী সবাইকে দাবি আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বা