রাজীব দাশ
চান্দগাঁও থানার বিশেষ অভিযানে সিএমপি অধ্যাদেশ মামলার ৩ আসামী গ্রেফতার
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এএসআই/সুজন কুমার দাশ সঙ্গীয় ফোর্স সহ ইং ১৭/০৫/২০২৫ তারিখ রাত ০৩:৫৫ ঘটিকার সময় চান্দঁগাও থানাধীন বহদ্দারহাট এলাকায় পরিচালনা করিয়া আসামীদের আটক করা হয়,।
আসামিরা হলেন : ১। মোঃ সায়মন (২৬), পিতা-মোঃ সেলিম, মাতা-আয়েশা বেগম, সাং-হামিদচর, নতুন মসজিদ সংলগ্ন, ফয়েজ আহমেদ কন্ট্রাক্টরের বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,
২। মোঃ সাইফুল (২২), পিতা-মৃত সিরাজ, মাতা-মৃত সেতারা বেগম, সাং-পুকুরিয়া, আব্দুল লতিফ হাটখোলা, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-খাজা রোড, খরমপাড়, মুছা কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,
৩। পলাশ দাস (২৩), পিতা-রবীন্দ্র দ্সা, মাতা-বীনা রানী দাস, সাং-বরুনছড়া, নেমর খালী, মাষ্টার বাড়ী, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন,