রাজীব দাশ
চান্দগাঁও থানার অভিযানে অপহরণ মামলার ১ আসামী গ্রেফতার ও কিশোরী উদ্ধার
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই (নি:) মোঃ মনির উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ইং ০৮/০৫/২০২৫ তারিখ রাতে কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানাধীন বিজিবি ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করিয়া অপহরণ মামলার সহযোগী আসামী বাবুল মল্লিক (৫০), পিতা-মৃত পূর্র্ণ মল্লিক, মাতা-অজিতা মল্লিক, সাং-বিডিআর ক্যাম্প, মল্লিক পাড়া, শিবু মল্লিক এর বাড়ী, ৬নং পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে চান্দগাঁও থানার মামলা নং-০৯, তারিখ-০৮/০৫/২০২৫ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৩০ রুজু করা হয়েছে।
উদ্ধারকৃত কিশোরীর নাম-ঠিকানাঃ অনন্যা সরকার (১৩), পিতা- বিপুল চন্দ্র সরকার, মাতা- টকী রানী সুশীল, সাং-লাল মোহনের বাড়ী, দক্ষিণ খীল ছাদক, ২নং ওয়ার্ড, কৈইয়ার বিল ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-বাহির সিগন্যাল, সোলেমান বিল্ডিং, ২য় তলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন,