1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

টেকনাফ থেকে অস্ত্রের মুখে ৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

উৎসবের আলো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

 

এম কে আলম চৌধুরী

টেকনাফের  দমদমিয়া এলাকা থেকে অস্ত্রের মুখে ৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদের দমদমিয়া এলাকা থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

আজ বৃহস্পতিবার (১ মে) সকালে তাদের ধরে নিয়ে যায় বলে দাবি করেছেন স্বজনরা।

অপহৃত জেলেরা হলেন- আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর জানান, ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফনদে শিকারে যায় জেলেরা। এ সময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ চারজন জেলেকে ধরে নিয়ে যায়। তবে আরো কয়েকজন জেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, চার জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে স্বজনেরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট