1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

হবিগঞ্জের চুনারুঘাট বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই গ্রেপ্তার 

উৎসবের আলো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

ওমর সিলেট বিভাগীয় ব্যুরো

হবিগঞ্জের চুনারুঘাট বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বড় ভাই রুয়েল মিয়াকে (২৪) হত্যার দায়ে আপন ছোট ভাই জসিম মিয়াকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে চুনারুঘাট থানা পুলিশ।

নিহত রুয়েল ও গ্রেপ্তার জসিম ওই উপজেলার পাইকপাড়া ইউনিয়নে আবাদ গ্রামের আবু মিয়ার ছেলে।

জানা গেছে, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে একটি গাছ কেটে বাড়ির আঙিনায় নিয়ে রাখেন বড় ভাই রুয়েল।

ছোট ভাই জসিম সেই গাছ নিজের কাজে ব্যবহার করলে এনিয়ে দুই ভাইয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গাছের ডাল দিয়ে রুয়েলের মাথায় আঘাত করেন জসিম।

এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

বুধবার (১৬ এপ্রিল) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে পুলিশ বুধবার রাতে জসিমকে গ্রেপ্তার করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম  এতথ্য নিশ্চিত করে বলেন, জসিমের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট