মোঃ জয়নাল আবেদীন
১০০ কোটি টাকা পৌরকর দিল মেয়রের হাতে চেক তুলে দেন, বন্দর চেয়ারম্যন,,
চট্টগ্রাম: পৌরকর বাবদ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ইতিহাসে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) কাছ থেকে সর্বোচ্চ ১০০ কোটি টাকা আদায় করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে মেয়রের হাতে ১০০ কোটি টাকার চেক তুলে দেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মুনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন বন্দরের পক্ষে বন্দরের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) আহমেদ আমিন আবদুল্লাহ, সচিব মো. ওমর ফারুক এবং চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী।
মেয়র বলেন, বর্তমানে নগরবাসীর মৌলিক অধিকার শিক্ষা ও স্বাস্থ্যে বছরে ৭০ কোটি টাকার বেশি ভর্তুকি দিচ্ছি আমরা।
দায়িত্ব নেওয়ার পরই চসিকের এ ধরনের সেবাগুলো সচল রাখতে রাজস্ব আহরণ বাড়াতে জোর দিয়েছি। বন্দর থেকে পৌরকর আদায়ের বিষয়ে মন্ত্রণালয়ে তদবির করি।
মন্ত্রণালয় এবং বন্দর কর্তৃপক্ষের সহায়তা এই ১০০ কোটি টাকা পাওয়ার ফলে নগরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবা বাড়াতে পারবে চসিক।
মেয়র ও বন্দর চেয়ারম্যান বন্দরের যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন।
বন্দর চেয়ারম্যানের অনুরোধে মেয়র বন্দরকেন্দ্রিক ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারে দ্রুত নিতে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমানকে নির্দেশনা দেন। মেয়র জানান, বন্দরকে সচল রাখকে চসিক সব ধরনের সহায়তা দিয়ে যাবে।