1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

চকরিয়ায় সুরাজপুর বন্যহাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু

উৎসবের আলো
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

 

এম কে আলম চৌধুরী

চকরিয়ায় সুরাজপুর বন্যহাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু হয় বলে জানা গেছে।

জানা যায়, রবিবার দিবাগত রাত ১ টার দিকে তামাক চুল্লিতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মধ্যম সুরাজপুর মরহুম আবুল খায়ের মাস্টারের বাড়ির সামনে বন্যহাতি দিনমজুরকে আক্রমণ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত ব্যক্তির নাম আব্দুল করিম (৩৮)। নিহত আব্দুল করিম উপজেলার দক্ষিণ সুরাজপুর ৯ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। নিহত আব্দুল করিম দিনমজুর বলে জানা যায়।

এ বিষয়ে ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসার মেহরাজের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা খবর পাওয়ার সাথে ঘটনাস্থলে বিট অফিসারকে পাঠিয়েছি। নিহত যুবক দিনমজুর, রাতে কাজ করে বাড়ি যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন বলে জানা যায়। আমার মানিকপুর বিট এলাকায় ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার থেকে আবেদন করলে তদন্ত সাপেক্ষে আমরা সহায়তা করার জন্য চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট