1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫১ জেলে আরাকান আর্মির কাছে জিম্মি রয়েছে: বিজিবির সেক্টর কমান্ডার সেভ দ্য কক্সবাজার’র মানববন্ধন কর্ণফুলীতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ কক্সবাজারে নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ ৩৮ ঘণ্টা পর উদ্ধার চকরিয়া সরকারি হাসপাতালের এসি ও বিভিন্ন পার্ট সহ চুরি গ্রেফতার ২ সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ বিএফইউজে-ডিইউজের ৮০ হাজার ইয়াবাসহ কাভার্ডভ্যানের চালক-হেলপার গ্রেফতার পঁচা বরই ও তেতুল দিয়ে ‘সুস্বাদু’ আচার তৈরি,অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানা আনোয়ারা পারকি সৈকতে নির্মাণকাজ পরিদর্শনে : পর্যটন উপদেষ্টা কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করা পুরো দেশের দাবি: ডা. শাহাদাত 

উৎসবের আলো
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

 

মাসুদ পারভেজ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করা পুরো দেশের দাবি: ডা. শাহাদাত

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের আয়ের অন্যতম খাত পর্যটন। এই খাতে আয় বাড়াতে পর্যটন শহর কক্সবাজারে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম মহাসড়কটি ৬ লেন করা হোক।

এটি শুধু চট্টগ্রামবাসীর দাবি নয়, পুরো দেশের দাবি। এই সড়কে দুর্ঘটনার পর দুর্ঘটনা হচ্ছে, প্রাণহানির ঘটনা ঘটছে।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে লাখো মানুষের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, এই সড়কে কিছু গাড়িচালক আছে যাদের বয়স কম।

তারা বেপরোয়া গাড়ি চালায়। আমি হাইওয়ে পুলিশকে বলেছি, তারা যাতে আইন পকেটে না রেখে প্রয়োগ করে।

বিশেষ অতিথি বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। কক্সবাজার ও বান্দরবানে যাতায়াতের পাশাপাশি এই সড়ক ব্যবহার করে বিপুল পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য রসদ নেওয়া হয়। একটি সরু সড়কে এত চাপের কারণে প্রায় সময় দুর্ঘটনা এবং প্রাণহানির খবর পাওয়া যায়। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার টানেলের মতো অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করেছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রশস্ত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদের সংগঠক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সোহাইব বলেন, আমরা ৬ এপ্রিল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। সেখানে আমরা ৩০ এপ্রিল পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি, সরকার যেন এর মধ্যেই আমাদের দাবি মেনে নেন। তারই ধারাবাহিকতায় আমরা আজ লাখো মানুষের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির ঘোষণা দিয়েছি।

‘আমরা খবর পেয়েছি, যোগাযোগ উপদেষ্টা অত্যন্ত তৎপর হয়েছেন প্রকল্পটি বাস্তবায়নের জন্য। কিন্ত আমাদের কাছে খবর আসছে একটা গ্রুপ ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উপদেষ্টাকে বাধা দিচ্ছেন। আমরা তাদের সাবধান করে দিচ্ছি। এই মহাসড়ক ৬ লেনে উন্নীত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না’।

চবির সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহাইবের সভাপতিত্বে এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) প্রচার-প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদের সংগঠক মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক মাহমুদুর রহমান সাঈদী, দৈনিক আমার দেশ’র আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, সিইউজে টিভি ইউনিটের প্রধান তৌহিদুল আলম, ছয় লেন বাস্তবায়ন পরিষদের সংগঠক শফিকুল আলম, মুজিবুল হক, কে মাহমুদ ফয়সাল, সিইউজের নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।

বক্তব্য দেন সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, রুনা আনসারি, অ্যাডিশনাল পিপি মো.শরীফ, নিসচা চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব, রেজা মোজাম্মেল, আহমেদ মূসা, নয়ন বড়ুয়া জয়, আরফাত হোসেন বিপ্লব, আইনজীবী মো.জমির উদ্দিন, স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, জিয়াউর রহমান, সাইফুর রহমান চৌধুরী, চৌধুরী সিয়াম ইলাহি, ইমতিয়াজ উদ্দিন খান, জুবাইর উদ্দিন আরমান, জিয়াদ, এস এম মঈন উদ্দীন, সিফাতুল মুনতাহা ও জান্নাতুল ফেরদৌস সামিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট