1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম আনোয়ারায় ইপিজেড, শিল্পনগর পরিদর্শনে বিদেশি  বিনিয়োগকারীরা

উৎসবের আলো
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

মাসুদ পারভেজ

চট্টগ্রাম আনোয়ারায় ইপিজেড, শিল্পনগর পরিদর্শনে বিদেশি  বিনিয়োগকারীরা

চট্টগ্রাম: আনোয়ারার কোরিয়ান ইপিজেডের অব্যবহৃত জমিতে বিনিয়োগ নিশ্চিতে পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। আড়াই হাজার একরের এ ইপিজেডে বর্তমানে ৮ শতাধিক একর জায়গায় ৪৮টি ভবনে ১৫টি কারখানা উৎপাদনে রয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকালে ইয়াংওয়ান করপোরেশনের আমন্ত্রণে তারা এ ইপিজেডের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন। বর্তমান বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

চারদিন ব্যাপী শুরু হওয়া বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে এই কর্মসূচি নেয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

কেইপিজেডের একজন কর্মকর্তা বলেন, আমরা অপারেশনাল ইপিজেড।

প্রাইভেট সেক্টরে একমাত্র ইপিজেড এটা। ১৫ জন ইনভেস্টর আছে এখানে৷ নতুন বিনিয়োগকারীদের আমাদের অবস্থা দেখাতে এনেছি।

সুযোগ সুবিধা সব দেখার পরে তারা সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, এ ইপিজেডে এখন যত কারখানা আছে তার চেয়ে আরও বেশি করা যাবে। ঢাকায় সামিটে আসা কোরিয়ান বিনিয়োগকারীদের ইয়াং ওয়ানের তত্ত্বাবধানে কোরিয়ান ইপিজেড পরিদর্শনে আনা হয়েছে। আরও অনেক বিনিয়োগকারী আসবেন।

এরপর সকাল ১০টার দিকে প্রতিনিধি দলটি মীরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন। রাতেই তারা ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট