1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

সাতকানিয়ায় মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা কালে  গ্রেপ্তার ২ 

উৎসবের আলো
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

 

 

রাজীব দাশ

সাতকানিয়ায় মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা কালে  গ্রেপ্তার ২

চট্টগ্রাম: সাতকানিয়ায় মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) উপজেলার চরতি ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুর রশিদের ছেলে দেলোয়ার হোসেন (২২) ও সাতকানিয়ার চরতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তর ব্রাহ্মণডেঙ্গা এলাকার সফর মুল্লুকের ছেলে মো. আজিজ (৫৫)।

পুলিশ জানায়, চরতির তুলাতলী বাজার এলাকায় ৪ এপ্রিল রাতে মানসিক প্রতিবন্ধীর ঘর থেকে চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে দেলোয়ার নামের এক যুবককে আটক করেন।

জিজ্ঞাসাবাদে সে মানসিক প্রতিবন্ধী নারীকে একাধিকবার ধর্ষণ করেছে বলে স্বীকার করে।
অপরদিকে ১ এপ্রিল বাক-প্রতিবন্ধী এক নারীকে বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে আজিজ নামের এক ব্যক্তি।

স্থানীয়ভাবে ঘটনা ধামাচাপা দিতে চাইলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, ধর্ষণ ও ধর্ষণচেষ্টা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট