1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে (এনসিপি)র যুগ্ম সদস্য সচিব : ডাঃ জাহেদুল

উৎসবের আলো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

 

 

ইমন সরকার – ভালুকা প্রতিনিধি

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব : ডাঃ জাহেদুল

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ডাঃ জাহেদুল ইসলাম বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন, তাদের অসুস্থতার কথা শোনেন এবং সার্বিক চিকিৎসাসেবার মান নিয়ে তাদের অভিজ্ঞতা জানতে চান।

রোগীদের সমস্যা শুনে তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে মতবিনিময়কালে তিনি হাসপাতালের অবকাঠামো, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা ও জনবল সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, “রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। চিকিৎসক ও নার্সদের অক্লান্ত পরিশ্রমের কারণেই অনেক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালুকার স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করা সম্ভব। আমি আশা করি, স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতায় এ অঞ্চলের মানুষ আরও ভালো স্বাস্থ্যসেবা পাবে।”

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন। চিকিৎসকদেরও ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানান।

ডাঃ জাহেদুল ইসলামের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনগণ। তারা আশা প্রকাশ করেছেন, তার মতো সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সহায়তায় ভালুকার স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট