মোঃ সোহরাব হোসেন
ভিক্ষুক নারীকে রাত্রিবেলা তুলে নিয়ে ধর্ষন,সিএনজি চালক আটক
ফুটপাতে থাকা নারী ভিক্ষুককে রাত্রিবেলা তুলে নিয়ে সিএনজি চালক কর্তৃক ধর্ষণের ঘটনার সাথে সাথেই চাঁদগাঁও থানা পুলিশ কতৃর্ক ধর্ষণকারীকে আটক।
ঘটনার তারিখ ও সময়: গত ১১/০৩/২০২৫ইং তারিখ রাত অনুমান ১১:৩০ ঘটিকা।
থানায় অবগত করার তারিখ : ১৫/০৩/২৫
ঘটনাস্থলঃ চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এ-ব্লক, নুরু কোম্পানীর গ্যারেজের পশ্চিম পাশে খালি জায়গায় ধর্ষন করেন,।
ভিকটিম এর নাম-ঠিকানাঃ জান্নাতুল ফেরদৌস (২৬), স্বামী-মৃত মোঃ শহিদ, পিতা-মৃত জাকির হোসেন, মাতা-সোহাগ খাতুন, সাং-বয়ারচর, চাম্বারঘাট, থানা বাজারের আগে, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী, বর্তমানে-চান্দগাঁও আবাসিক এলাকায় ভাসমান, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম
আসামীর নাম-মোঃ আব্দুল আলী (৫৫), পিতা-মৃত হাসান আলী সোনার, মাতা-আমেনা বেগম, সাং-হালিমাবাদ, হুনার বাড়ী, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, বর্তমানে-চান্দগাঁও আবাসিক, এ-ব্লক, নুরু কোম্পানীর গ্যারেজ, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।