1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে তিন শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  কক্সবাজার উখিয়ায় ‘চাকমা তরুণীকে ধর্ষণ চেষ্টার’ অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক  কক্সবাজার রামুতে জাল টাকা নিয়ে ইউপি সদস্যসহ আটক ৩ ইপিজেডে ইলিয়াস ব্রাদার্সের কার্টন তৈরির কারখানায় আগুন . হবিগঞ্জের চুনারুঘাট বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই গ্রেপ্তার  বাসে আটকে কিশোরীকে ধর্ষণ, চালক-হেলপার গ্রেপ্তার উখিয়া সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়মের অভিযোগে ছদ্মবেশে অভিযানে (দুদক)। ১০০ কোটি টাকা পৌরকর দিল মেয়রের হাতে চেক তুলে দেন, বন্দর চেয়ারম্যান চট্টগ্রামে লালদীঘি মাঠে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ লিডার গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও জাতিসংঘের মহাসচিব

উৎসবের আলো
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

 

 

এমকে আলম চৌধুরী

রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও জাতিসংঘের মহাসচিব

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ। সেখানে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের সঙ্গে খোলামেলা কথা বলেন। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনও করেন তিনি।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৪৮ মিনিটের দিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে বিমানের একই ফ্লাইটে কক্সবাজার পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তাঁরা বিমানবন্দরে পৌঁছালে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম স্বাগত জানান।

এরপরপ উখিয়ার ১৮ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের মহাসচিব গুতেরেজ। সেখানে তিনি রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টার ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে কথা বলেন। এরপর জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের সঙ্গে কথা বলেন।

অপরদিকে দুপুর ২টা ৪৫ মিনিটে কক্সবাজার সদরের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি সেখানকার কার্যক্রমগুলো পরিদর্শন করেন। এছাড়া তিনি কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে কক্সবাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সূধীজনের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হোন।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ কক্সবাজার বিমানবন্দরে নামার পর বেশ কিছু অনুষ্ঠানিকতা শেষ করে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জাতিসংঘ মহাসচিবের কর্মসূচির মধ্যে ছিলো- রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন। এসব অনুষ্ঠান শেষ করার পর জাতিসংঘ মহাসচিব উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেন। পরিদর্শন ও ইফতার শেষে সন্ধ্যায় একসঙ্গে ঢাকায় ফিরে যান প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট