1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কক্সবাজার ঈদগাঁওতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ১ গুলি করে হত্যা চান্দগাঁও থানার বিশেষ অভিযানে অসামাজিক কাজে লিপ্ত ও ভিন্ন মামলায় নারীসহ ৯ জনকে আটক  ভিক্ষুক নারীকে রাত্রিবেলা তুলে নিয়ে ধর্ষন,সিএনজি চালক আটক চব্বিশে ছাত্র-জনতা-সৈনিকদের গণঅভ্যুত্থানই গণতন্ত্র, ড. ইউনূসের সরকার নির্বাচিত: ফরহাদ মজহার টেকনাফে নদী থেকে ২৬ জেলেকে ধরে নেওয়া,  আরাকান আর্মির কাছ থেকে ফেরত আনল বিজিবি, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও জাতিসংঘের মহাসচিব কক্সবাজার উখিয়ায় দুষ্কৃতিকারীর গুলিতে বন্যহাতির মৃত্যু প্রধান উপদেষ্টার কক্সবাজার সফর ঘিরে দ্রুত ৫০০ শয্যার হাসপাতালের জোর দাবি কিডনি চিকিৎসা সহজলভ্য করতে হবে: মেয়র শাহাদাত

কিডনি চিকিৎসা সহজলভ্য করতে হবে: মেয়র শাহাদাত

উৎসবের আলো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

 

 

মাসুদ পারভেজ

কিডনি চিকিৎসা সহজলভ্য করতে হবে: মেয়র শাহাদাত

চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশে কিডনি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, অথচ প্রয়োজনীয় চিকিৎসার অভাবে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। চিকিৎসার ব্যয়ভার অধিকাংশ মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

তাই কিডনি চিকিৎসা সহজলভ্য করতে হলে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ব কিডনি দিবসে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, কিডনি রোগের চিকিৎসায় অন্যতম প্রধান উপায় হলো ডায়ালাইসিস। কিন্তু চট্টগ্রামের মতো বড় শহরেও ডায়ালাইসিস সেন্টারের সংখ্যা সীমিত,।

এতে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং অনেকে সময়মতো চিকিৎসা পান না। চট্টগ্রাম সিটি করপোরেশন নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, তাই আমরা চাই নগরে ডায়ালাইসিস সেন্টারের সংখ্যা বাড়ানো হোক।
তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে কম খরচে বা বিনামূল্যে ডায়ালাইসিস সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, বেসরকারি হাসপাতালগুলোকেও এ বিষয়ে সহযোগিতার হাত বাড়াতে হবে। সাধারণ মানুষকে কিডনি রোগের ঝুঁকি সম্পর্কে জানাতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত পানি পান করার গুরুত্ব বোঝাতে হবে। শুধু চিকিৎসা ব্যবস্থার উন্নয়নই যথেষ্ট নয়, প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।

প্রতি বছরের মতো এবারও চমেকের কিডনি রোগ বিভাগ ও হাসপাতালের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ’আপনার কিডনি কি সুস্থ? দ্রুত শনাক্ত করুন, কিডনি স্বাস্থ্য সুরক্ষা করুন। ‘

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কর্মচারীদের প্রাথমিক কিডনি রোগ শনাক্তকরন বিষয়ক সপ্তাহব্যাপী কর্মসূচি আগামী ১২-১৭ এপ্রিল নেফ্রোলজি বিভাগে অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন একাডেমিক ভবনের নিচতলায় কনফারেন্স হলে কিডনি রোগ বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. নুরুল হুদার সভাপতিত্বে সেমিনারে অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও কিডনি রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ইমরান বিন ইউনুস, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ তসলিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুর রব, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ ও হাসপাতালের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এমএ কাসেম, অধ্যাপক ডা. এএমএম এহতেশামুল হক, ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কাজী মো. মনোয়ারুল করিম বাবর। স্বাগত বক্তব্য দেন ডা. মো. ফয়েজুর রহমান।

প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন ডা. রোসান্না বিনতে কামাল। সঞ্চালনায় ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডা. মেরিনা আরজুমান্দ। বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ মাহতাবুল ইসলাম। উপস্থিত ছিলেন নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শফিউল হায়দার রুশনী ও ডা. রফিকুল হাসান।

কিডনি রোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস পালিত হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট