মাসুদ পারভেজ
(সিএমপি) কমিশনার হাসিব আজিজ টেরিবাজার এলাকা পরিদর্শন
চট্টগ্রাম: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ টেরিবাজার এলাকা পরিদর্শন করেছেন।
রোববার (৯ মার্চ) পরিদর্শনকালে তিনি ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনে তার সঙ্গে ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা, মোহাম্মদ লিয়াকত আলী খান সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় টেরীবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আবদুল মান্নান সহ অন্যান্য নেতারা। ব্যবসায়ীরা বাজারের সার্বিক অবস্থা তুলে ধরে তাদের বিভিন্ন চ্যালেঞ্জ ও সুপারিশ উপস্থাপন করেন।
সিএমপি কমিশনার ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, ঈদ উপলক্ষে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। যানজট ও আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।