1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নগরের কোতোয়ালী রুমঘাটা আবাসিক এলাকায় ঘরে মিলল নিরাপত্তারক্ষীর লাশ দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বে : শামীম আল্লামা হাফেজ আহমদুল্লাহর জানাজায় মানুষের ঢল ওয়াসার ঠিকাদার রাস্তা কাটলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি : মেয়র ড.শাহাদাত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে, ৬ লেনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ কক্সবাজার ফুটবল স্টেডিয়ামে তাণ্ডব, এখনো মামলা হয়নি চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪ চকরিয়া পৌরসভা গণসংযোগ করেন চকরিয়া পেকুয়া আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী: আবদুল্লাহ আল ফারুক ধারণক্ষমতার পাঁচগুণ টিকিট বিক্রি, খেলা না হওয়ায় ভাঙচুর-অগ্নিসংযোগ

দেড় মাস ধরে বন্ধ টেকনাফ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য

উৎসবের আলো
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

 

এম কে আলম চৌধুরী

দেড় মাস ধরে বন্ধ টেকনাফ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য

মিয়ানমারের ইয়াঙ্গুন ও আকিয়াব বন্দর থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের সীমান্ত বাণিজ্য দেড় মাস ধরে বন্ধ রেখেছে মিয়ানমার সরকার। ইয়াঙ্গুন ও আকিয়াব বন্দর থেকে টেকনাফে আসার পথে পণ্যবাহী নৌযান আটকে দেয় দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সদস্যরা। সেটি ঠেকাতে মিয়ানমার সরকার সীমান্ত বাণিজ্য বন্ধ রেখেছে বলে জানিয়েছেন টেকনাফের স্থানীয় ব্যবসায়ীরা।

সর্বশেষ গত ১৬ জানুয়ারি তিনটি নৌযান আটকের পর ইয়াঙ্গুন ও আকিয়াব বন্দর থেকে ৪ মার্চ মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো পণ্যবাহী নৌযান টেকনাফে আসেনি।
স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা ও আমদানি-রপ্তানি কারকরা বলছেন, মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে সে দেশের আরাকান আর্মির সংঘাতের কারণে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে।বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় বেশি বেকায়দায় ও বিপাকে পড়েছেন টেকনাফের ব্যবসায়ীরা।

স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এহতেশামুল হক বাহাদুর বলেন, নাফনদী ও সাগরে আরাকান আমি কতৃক একের পর এক ঘটনাকে কেন্দ্র করে মিয়ানমারের ইয়াঙ্গুন ও আকিয়াব বন্দর থেকে টেকনাফ স্থলবন্দরের সীমান্ত বাণিজ্য দেড় মাস ধরে বন্ধ রেখেছে মিয়ানমার সরকার।

স্থলবন্দর সূত্র জানায়, গত ১৬ জানুয়ারি ইয়াঙ্গুন বন্দর থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদী ও সাগর জলসীমা নাইক্ষ্যংদিয়ায় তল্লাশির নামে পণ্যবাহী তিনটি নৌযান আটকে দেয় আরাকান আর্মির সদস্যরা। চারদিন পর পণ্যবাহী দুটি নৌযান ছাড়লেও আরেকটি ছাড়ে ১৬দিন পর। এছাড়া টেকনাফের উদ্দেশে রওনা দেওয়া একটি হিমায়িত মাছের ট্রলার আকিয়াব বন্দর থেকে মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয়। ফলে নিরাপত্তাজনিত কারণে ১৬জানুয়ারি থেকে ইয়াঙ্গুন-টেকনাফ সীমান্ত বাণিজ্য বন্ধ রেখেছে মিয়ানমার সরকার।
গত ৮ ডিসেম্বর দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৫ নম্বর ব্যাটালিয়নের ঘাঁটি দখলের মধ্য দিয়ে রাখাইন রাজ্য শতভাগ নিয়ন্ত্রণের কথা বিবৃতি দিয়ে জানায় আরাকান আর্মি। বিবৃতিতে বলা হয়, নাফনদীতে আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সবধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর ডিসেম্বর মাসে আর কোনো পণ্যবাহী জাহাজ টেকনাফে আসেনি। সর্বশেষ ১৬ জানুয়ারি ইয়াঙ্গুন বন্দর থেকে টেকনাফে আসার পথে নাফ নদীর বদরমোকাম মোহনায় নাইক্ষ্যংদিয়ায় তল্লাশির কথা বলে পণ্যবাহী তিনটি নৌযান আটকে দেয় আরাকান আর্মির সদস্যরা। এরপর ১০ফেব্রুয়ারি শাহপরীর দ্বীপের গোলারচর থেকে স্পিডবোটে ধাওয়া করে কাঠবোঝাই একটি ট্রলার অস্ত্রেরমুখে জিম্মি করে ধরে নিয়ে যায়। সেটি এখনও ছাড়েনি তারা।

বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন, আরাকান আর্মি পণ্যবাহী তিনটি নৌযান আটকে কমিশন চেয়েছিল। পরে সেদেশের ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতার মাধ্যমে দুই দফায় বেশ কয়েকদিন পর দুটি নৌযান ছেড়ে দেয়। ১৬দিন পর ২ ফেব্রুয়ারি ছেড়ে দেওয়া নৌযানটি টেকনাফ স্থলবন্দরে জেটিঘাটে রয়েছে। স্থলবন্দর কর্তৃপক্ষ নৌযানটি ইয়াঙ্গুন বন্দরে ফেরত পাঠাতে ছাড়পত্র দিলেও আরাকান আর্মির ভয়ে সেটি এখনও ফেরত যেতে পারেনি। ফলে ওই ট্রলারটি এখনো টেকনাফ স্থলবন্দরে অবস্থান করছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা বি এম আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‘ইয়াঙ্গুন ও আকিয়াব বন্দর থেকে আসা সর্বশেষ নৌযানের সব পণ্য খালাস হয়েছে। ফেরত যেতে ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু নৌযানটি এখনও টেকনাফ স্থলবন্দরের জেটিঘাটে অবস্থান করছে। সেটি আরাকান আর্মির কাছে ছিল ১৬দিন। নিরাপত্তাজনিত কারণে এখনও ফেরত যায়নি। ১৬ জানুয়ারি তিনটি নৌযান আটকের পর ইয়াঙ্গুন ও আকিয়াব বন্দর থেকে ৪ মার্চ মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো পণ্যবাহী নৌযান টেকনাফে আসেনি। তবে সীমিত পরিসরে চলতি বছর থেকে মংডুরটাউন শিপের সঙ্গে টেকনাফের আমদানি-রপ্তানি বাণিজ্য থেমে থেমে কোনো রকমে চালু রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট