আমান উল্লাহ দৌলত
চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটে ৪ ছিনতাইকারী আটক,
চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়েছে।
আটকৃতরা হলেন- ফখরুল ইসলাম (৩০), মো. শাহীন (১৯), মো. মানিক প্রকাশ রিয়াদ (২৮) ও মো. জাহাঙ্গীর (৩৬)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ছিনতাইয়ের অভিযোগে গত ১৮ ফেব্রুয়ারির একটি মামলা হয়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ছিনতাইয়ের কথা স্বীকার করে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।