মনছুরুল ইসলাম চৌধুরী
উখিয়া কোটবাজারে পাবলিক স্কুল শিক্ষার আলো ছড়াচ্ছে, পুরস্কার বিতরনী অনুষ্টানে রফিক..
কক্সবাজার উখিয়া : কোট বাজার এলাকায় স্থানীয়দের ঘরে ঘরে শিক্ষার আলো ছড়াচ্ছে কোটবাজার পাবলিক স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্টান। স্কুলের শিক্ষক মন্ডলী পড়ালেখার প্রতি আরও মনযোগী করে গড়ে তুলতে কোমলমতি শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টান করে পুরস্কার দিয়ে শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করাচ্ছে। তাই এসব শিশুদের প্রত্যেহ স্কুলে পাঠাতে অভিভাবকদের আরও এগিয়ে আসা দরকার। অনুষ্টানের প্রধান অতিথি কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক রফিক মাহমুদ তার বক্তব্যে এসব কথা বলেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে কোটবাজারস্থ পাবলিক স্কুল মিলনায়তনে অনুষ্টিত ২১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো: রহমত উল্লাহ সিকদার। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে সভা উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক জনকণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার এইচএম এরশাদ। কোটবাজার পাবলিক স্কুলের পুরস্কার বিতরনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনয়র শিক্ষক জিয়া উদ্দিন ও গিয়াস উদ্দিন।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের অফিস সম্পাদক মো: আমিন উল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসকে রানা, বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী রত্নাপালং ইউনিয়ন ৯নং ওয়ার্ডের সভাপতি মাওঃ মোহাম্মদ বেলাল উদ্দিন, বিশেষ অতিথি কোটবাজার দোকান মালিক সমিতির সিনিয়র সদস্য শাহজাদা শরীফ মাহমুদ, বিশেষ অতিথি উখিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন ও মুক্তির শিক্ষা প্রকল্প অফিসার নুরুল আজিম চৌধুরী। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।