1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রী নিহত, আহত ৪ ২৪ এর গণহত্যার বিচার না হলে শহীদের রক্তের সাথে বেইমানী করা হবে’ বলে মন্তব্য: জামাত আমীর জাতীয় পরিচয় পত্র নিলেন,নয় বছর পরে সালাউদ্দিন আহমেদ কক্সবাজার টেকনাফে মুক্তিপণ দিয়ে ফিরলেন অপহৃত ৫ যুবক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান :প্রধান উপদেষ্টা উখিয়া কোটবাজারে পাবলিক স্কুল শিক্ষার আলো ছড়াচ্ছে, পুরস্কার বিতরনী অনুষ্টানে রফিক ফের ছাত্রদের উপর গুলি, প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে সমন্বয়কদের অবস্থান অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মেয়র ড.শাহাদাতের জানুয়ারিতে সিলেটের সড়কে ঝরেছে ৩৬ প্রাণ কক্সবাজারর টেকনাফে  ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

উৎসবের আলো
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

 

শহীদুল ইসলাম শাহেদ,

 

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে বিপূল স্বর্ণা নগদ টাকা অস্ত্র বুলেট ও ইয়াবা উদ্ধারসহ  ৭ জন আটক

কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা বসত-বাড়ি,সীমান্ত ও সড়কে পৃথক তল্লাশী অভিযান চালিয়ে ১৭৯ভরি ৪আনা ৩রতি স্বর্ণালংকার,বাংলাদেশী নগদ ৪লক্ষ ৪হাজার ১শ টাকা,২টি বিদেশী অস্ত্র-বুলেট ও ৫২হাজার ৫৬পিস ইয়াবাসহ ৭জন নারী-পুরুষকে আটক করেছে।

সুত্র জানায়,গত ২৬জানুয়ারী বিকাল পৌনে ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ঊনছিপ্রাং ক্যাম্পের জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং ইউপির উনচিপ্রাং হতে কুতুপালংগামী একটি সিএনজির ৩জন আরোহী আনোয়ার শাহ (১৮), একই ক্যাম্পের ব্লক-২ এর বাসিন্দা দ্বীন মোহাম্মদের পুত্র মোঃ শরিফ (১৮) এবং ব্লক-এ/২ এর বাসিন্দা ফকির আহমদের পুত্র মোঃ হাসিম (২০) কে থামিয়ে চেকপোস্টে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে বিজিবির সদস্যরা দুই জনের কোমরে সুকৌশলে লুকিয়ে রাখা ২টি পুরাতন বিদেশী পিস্তল, ৪রাউন্ড গুলি উদ্ধার পূর্বক তাদের আটক করা হয়।

অপরদিকে রাত সোয়া ১১টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদরের চৌকষ একটি আভিযানিক দল কয়েকজন মায়ানমার নাগরিক অবৈধ অনুপ্রবেশ করে টেকনাফ পৌরসভার কেকে পাড়ায় বসত-বাড়িতে অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মায়ানমারের মন্ডু সইয়েজা পাড়ার শফিক আহমদের মেয়ে মোছাঃ খালেদা (৪৫), মোঃ ইয়াসিনের মেয়ে মোছাঃ মারুয়া (১৬) কে পাওয়া যায়। এরপর জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে বেআইনিভাবে ২টি পুটলায় রক্ষিত ১৭৯ভরি ৪আনা ৩রতি স্বর্ণালংকার এবং বাংলাদেশী নগদ ৪লক্ষ ৪হাজার ১শ টাকা উদ্ধার শেষে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ আটক করা হয়।

এছাড়া ২৭জানুয়ারী সকাল সোয়া ৯টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা হ্নীলা হতে কুতুপালংগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবির সদস্যরা সিএনজিটি তল্লাশী করে ১জন সন্দেহভাজন আরোহীকে জিজ্ঞাসাবাদ চালায়। এরপর তল্লাশীর এক পর্যায়ে উক্ত ব্যক্তির শরীরে সুকৌশলে লুকিয়ে রাখা ২হাজার ৬৫ পিস ইয়াবাসহ হ্নীলা ইউপির নাটমোরা পাড়ার আমির হোছাইনের পুত্র শাহাব উদ্দিন (৩৫) কে আটক করা হয়।
দুপুর ১২টারদিকে একই বিওপি বিজিবির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপূর্ণ বিআরএম-১৮ হতে প্রায় ১কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে হোয়াইক্যং বিওপির খারাইঙ্গাঘোনায় গিয়ে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর ১জন ব্যক্তিকে একটি পুটলা হাতে নিয়ে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। ঐ ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হলে বিজিবি টহলদল তাকে ধাওয়া করলে দূর হতে বিজিবির উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা পুটলাটি ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চারদিক থেকে ঘেরাও করে খারাইঙ্গাঘোনার আলী আকবরের পুত্র নুরুল বশর (২৪) কে আটক করতে সক্ষম হয়। এরপর তার হাতে থাকা পুটলা হতে ৫০হাজার ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান (পিএসসি) জানান, পৃথক ৪টি অভিযানে ১৭৯ভরি ৪আনা ৩রতি স্বর্ণালংকার,বাংলাদেশী নগদ ৪লক্ষ ৪হাজার ১শ টাকা,২টি বিদেশী অস্ত্র-বুলেট ও ৫২হাজার ৫৬পিস ইয়াবাসহ আটক ৭জন নারী-পুরুষের আইনী প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্য্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট