শহীদুল ইসলাম শাহেদ – টেকনাফ
, টেকনাফে বিজিবি পৃথক অভিযানে ৩৬হাজার ইয়াবা উদ্ধার গ্রেফতার ১
কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা সীমান্ত ও সড়কের চেকপোস্টে পৃথক অভিযান চালিয়ে ৩৬হাজার ইয়াবা উদ্ধার করেছে। এই ঘটনায় এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
সুত্র জানায়, গত ২৩জানুয়ারি সন্ধ্যা সোয়া ৬টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৮ হতে প্রায় ১কিঃ মিঃ উত্তর দিকে বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তুলাতুলি এলাকায় গিয়ে সন্দেহজনক ১টি বাড়ির আঙ্গিনায় ও আশেপাশে তল্লাশী কার্যক্রম চালানোর এক পর্যায়ে দক্ষিণ পাশে একটি সদ্য প্রস্তুতকৃত গর্তের সন্ধ্যান মেলে। চিহ্নিত স্থানটি খনন করলে মাদক ভর্তি একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ৩০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে হ্নীলা বিওপির একটি নিয়মিত টহলদল বিআরএম-১৩ হতে সাড়ে ৩কিঃ মিঃ উত্তর-পূর্বে হোয়াব্রাং এলাকায় টহল কার্যক্রমের এক পর্যায়ে নাফ নদীর কিনারায় পরিত্যক্ত অবস্থায় বিশেষভাবে মোড়কজাত একটি প্যাকেটের ভিতর হতে ৫হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
এছাড়া রাত পৌনে ৮টারদিকে শীলখালী চেকপোস্টের একটি টহলদল চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশীকালে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সিএনজি চেকপোস্টে আসলে তল্লাশীর জন্য থামানো হয়। পরে উক্ত সিএনজিটি তল্লাশীকালীন ১জন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় উক্ত যাত্রীকে চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্য দ্বারা তল্লাশীর সময় যাত্রীর ডান পায়ের সাথে ফিটিং অবস্থায় ১হাজার পিস ইয়াবাসহ সাবরাং ইউপির কাটাবনিয়ার মৃত আব্দুল হকের পুত্র মোঃ সেলিম উদ্দিন (৩০) কে গ্রেফতার করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান (পিএসসি) জানান,আটক আসামীকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।