1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
১০টা থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচির ডাক হাসনাতের হাসনাত আব্দুল্লাহ টেকনাফের গহীন পাহাড় থেকে মাদক ও অস্ত্র উদ্ধার চান্দগাঁও থানার অভিযানে অপহরণ মামলার  ১ আসামী গ্রেফতার ও কিশোরী উদ্ধার চান্দগাঁও বাস টার্মিনাল এলাকার থেকে নগদ টাকাসহ হাতেনাতে ৪ জুয়াড়ি গ্রেপ্তর সিএমপি চান্দগাঁও থানায় অভিযানে নাশকতা মামলায় গ্রেফতার- ৯ ময়লার স্তূপে পরিত্যক্ত অবস্থায় মিললো কোতোয়ালী থানার অস্ত্র পাহাড়তলীতে ইয়াবাসহ বাসযাত্রী গ্রেফতার ইমাম হত্যার বিচার চেয়ে চট্টগ্রামে সড়ক অবরোধ, পুলিশের সাথে সংঘর্ষ আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আদেশ সাগরিকায় একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করার ঘোষনা: মেয়র ড. শাহাদাত

খুলনায় হিফজ অ্যাওয়ার্ড ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

উৎসবের আলো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

 

 

নাসির উদ্দীন গাজী

খুলনায় হিফজ অ্যাওয়ার্ড ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

খুলনা: ‘কুরআনের বাণী ছুয়ে যাক প্রতিটি মুমিনের অন্তরে, কালিমার ধ্বনি মিশে যাক ইথারে- প্রান্তরে’ এ স্লোগানকে সামনে রেখে খুলনায় হিফজ অ্যাওয়ার্ড ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান শুরু হয়ে অনুষ্ঠান শেষ হয় দুপুর ১টায়।

বাংলাদেশ প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশন খুলনার উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলোয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের সভাপতি হাফেজ মাওলানা সালাউদ্দিন।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দারুল উলুম খুলনার মোহতামিম হাফেজ মাওলানা মুশতাক আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রফেসর ড. শেখ সা’দী।

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন – খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গেস্টোলজি বিভাগের ডা. রোকনুজ্জামান, দারুল উলুম খুলনার নায়েবে মোহতামিম মাওলানা হাফিজুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইমাম ও খতিব ক্বারি মুস্তাকিম বিল্লাহ, খুলনা আলিয়া মাদরাসার হাফেজ সাইদুল্লাহ, দারুল উলুম খুলনার মুফতি মাহফুজুর রহমান, মুফতি গোলামুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাইভেট প্রতিষ্ঠানের নামে শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবসা প্রতিষ্ঠান বানানো যাবে না। শিক্ষকদের নামমাত্র বেতন দিয়ে গুণগত শিক্ষা তাদের কাছ থেকে প্রত্যাশা করা অসম্ভব। শিক্ষকরা সন্তুষ্ট না হলে তারা শিক্ষার্থীদের জন্য নিজেকে উজাড় করে দিতে পারবে না। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীদের পড়াশোনার খরচের ক্ষেত্রেইও সহনশীল হতে না পারলে মানুষ তাদের ছেলেমেয়েদের এখানে পড়ানোর ক্ষেত্রে আগ্রহ হারাবে।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য মা’হাদু ছওতিল কুরআন মাদরাসার শিক্ষক হাফেজ মো. এনামুল হক জানান, অনুষ্ঠানে ৭০টি প্রাইভেট মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়। হিফজ শেষ করা ৭৮ জন শিক্ষার্থীকে অতিথিরা পাগড়ি পরান, অ্যাওয়ার্ড ও সনদ প্রদান করেন। পরিচালক অ্যাওয়ার্ড ও সনদ গ্রহণ করেন ৫৮ জন। এছাড়া অনুষ্ঠানে খুলনার ৬ জন প্রবীণ হাফেজ শিক্ষকদের সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যারা প্রায় ত্রিশ বছর হিফজুল কোরআন এর খেদমতে নিয়োজিত রয়েছেন।

দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামি সংগীত, কুরআনুল কারিম তিলোয়াত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট