কোহিনূর আক্তার কক্সবাজার
কক্সবাজার ঈদগাঁও রেঞ্জের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলো বন বিভাগ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বনভূমি দখলদারদের বিরুদ্ধে বন বিভাগ জিরোটলারেন্স ঘোষনা মাঠপর্যায়ে কার্যকর শুরু হয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মমিনুর রহমান।
উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে এক শ্রেণির অসাধু প্রভাবশালী সিন্ডিকেট বন দখল করে বাড়ী নির্মাণ নামে অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গোপন সংবাদের ভিক্তিতে সংবাদটি পেয়ে শনিবার ১৮ জানুয়ারী দুপুরে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা সদর বিটের ওয়াহেদের পাড়া এলাকার রাশেদার অবৈধ স্থাপনায় অভিযান চালানো হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেন অভিযান পরিচালনা কারী কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মমিনুর রহমান।
জানা যায়, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ মারুফ হোসেনের নির্দেশনায় ঈদগাঁও রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মমিনুর রহমান রেঞ্জের স্টাফ, ভিলেজার ও সিপিজি সদস্যরা বর্ণিত এলাকার রাশেদার অবৈধ স্থাপনায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মিত ভবন উচ্ছেদ করে বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।
অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মমিনুর রহমান।