1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রী নিহত, আহত ৪ ২৪ এর গণহত্যার বিচার না হলে শহীদের রক্তের সাথে বেইমানী করা হবে’ বলে মন্তব্য: জামাত আমীর জাতীয় পরিচয় পত্র নিলেন,নয় বছর পরে সালাউদ্দিন আহমেদ কক্সবাজার টেকনাফে মুক্তিপণ দিয়ে ফিরলেন অপহৃত ৫ যুবক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান :প্রধান উপদেষ্টা উখিয়া কোটবাজারে পাবলিক স্কুল শিক্ষার আলো ছড়াচ্ছে, পুরস্কার বিতরনী অনুষ্টানে রফিক ফের ছাত্রদের উপর গুলি, প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে সমন্বয়কদের অবস্থান অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মেয়র ড.শাহাদাতের জানুয়ারিতে সিলেটের সড়কে ঝরেছে ৩৬ প্রাণ কক্সবাজারর টেকনাফে  ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

২০ বছরেও আলোর মুখ দেখেনি আনোয়ারার দুদক, কমিটি পরিবর্তন চান নাগরিক সমাজ

উৎসবের আলো
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

 

 

‎রুপন দত্ত – আনোয়ারা

 

২০ বছরেও আলোর মুখ দেখেনি আনোয়ারার দুদক, কমিটি পরিবর্তন চান নাগরিক সমাজ

‎আলোচিত দুর্নীতির তদন্ত নেই, দুর্নীতিবিরোধী অভিযান ছাড়াই বিশ বছর পার করেছে আনোয়ারার দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতি বছরই ছিলো অভিযান শুন্যে। হয়নি মামলা, কেউ হয়নি গ্রেফতার। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর দুর্নীতিগুলোতে এক পা এগোলে, পিছিয়েছে দুই পা। যার ফলে ২০ বছরের ব্যর্থতার দায় মাথায় নিয়ে ঘুরছে আনোয়ারার দুদক। মাত্র দুই-একটা দায়সারা অভিযানে অভিযুক্তদের সাথে খোশগল্প ও চা-চক্রের জিজ্ঞাসাবাদ করে থেমে যেতো দুদক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি), জেলা পরিষদ ও স্থানীয় সংসদ সদস্যদের দেয়া প্রকল্প, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প, ভূমি অফিস, সাবরেজিস্টার অফিসসহ সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলোর দিকে নজর দেয়নি দুদকের কেউ। আনোয়ারার নাগরিক সমাজের নেতারা বলেছেন, দেশ স্বাধীনের ৫৪ বছরে আনোয়ারার ইতিহাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে।  পাহাড়ের মাটি বিক্রিসহ অসংখ্য অভিযোগ উঠে এসেছে। সেদিকে কখনো নজর দেয়নি দুদক। চা-চক্র, হাসিঠাট্টা ও খোশগল্পতেই আঠারো বছর পার করেছে সংস্থাটি। আঠারো বছরের শেষে এসে দুর্নীতি দমন কমিশন দুদক ২০২৪ সালের কার্যক্রম ও দুর্নীতি দমনে সংস্থাটির ভূমিকা বিশ্লেষণে এমন চিত্রই উঠে এসেছে। ফলে দুর্নীতি দমনে রাষ্ট্রীয় এই সংস্থাটির সক্ষমতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে জনমনে। তবে দুদক সংশ্লিষ্টরা সংস্থাটির দুর্বলতা ও ব্যর্থতা এড়িয়ে কর্তারা জোর গলায় বলছে শুধু দুদক দিয়ে দেশে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। যার যার অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধের শিক্ষা নিয়ে এই সামাজিক ব্যাধি থেকে সমাজ ও রাষ্ট্রকে মুক্ত করতে হবে। দুর্নীতি দমন কমিশন দুদক সৃষ্টির পর থেকেই আনোয়ারা উপজেলা দুদকের কমিশন গঠন করা হয়েছে। বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল আবদুল খালেক শওকীকে সভাপতি ও গুয়াপঞ্চক গ্রামের ওসমান গনি মাষ্টারকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট দুদক কমিশন গঠন করা হয়েছে। যতবার কমিটি গঠন করা হয় ততবারই ঘুরেফিরে এই মানুষগুলোই কমিটিতে চর দখলের মতো পদ দখল করে নেয়।
‎দুদক সুত্রে জানা যায়, গতবছর ২০২৪ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দুদকে প্রায় ১৫ হাজারের অধিক অভিযোগ জমা পড়েছে। সেই হিসেবে প্রতিমাসে গড়ে জমা পড়েছে এক হাজার ২২৫ টি অভিযোগ। প্রতিটি উপজেলা থেকে দুদকের টিম বিভিন্ন অভিযোগ সুপারিশ করে উচ্চপর্যায়ে পাঠালেও আনোয়ারার কোনো অভিযোগ জেলা, বিভাগ কিংবা প্রধান কার্যালয়ে পাঠানো হচ্ছেনা। অভিযোগ পেলেও সমঝোতার মাধ্যমে তা চাপা পড়ে যাচ্ছে। ২০ বছরের সফলতা ও ব্যর্থতা নিয়ে আনোয়ারা উপজেলা দুদকের সভাপতি আবদুল খালেক শওকীর কাছে জানতে চাইলে তিনি বলেন, দুদকের দায়িত্ব পাওয়ার পর ৩/৪টি বিষয়ে অনুসন্ধান করেছিলাম। আমাদের সফলতার পাল্লা তেমন ভারি না হলেও ব্যর্থতাও তেমন নাই। শওকী বলেন, অভিযান পরিচালনায় আমাদের কাছে উপরের কড়া নির্দেশ কখনো ছিলোনা। যেকারণে দুর্নীতির বিরুদ্ধে অভিযান তেমন চালাতে পারিনি। এ প্রসঙ্গে, আনোয়ারার অকার্যকর দুদকের বিষয়ে জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং জাতীয় দৈনিক আমাদের বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী বলেন, আনোয়ারা দুর্নীতি দমন কমিশন দুদকের সবাই দীর্ঘ ২০ বছর চাঁদাবাজিতে ব্যস্ত থাকায় দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি, অনুসন্ধান-অভিযানও পরিচালনা করতে পারেনি। ফলে আনোয়ারার কমিশনটি অকার্যকরে পরিণত হয়েছে। মিজান চৌধুরী বলেন, ব্যর্থতার দায় নিয়ে তাদের পদত্যাগ করা উচিত। এ প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়াসহ আনোয়ারা নাগরিক সমাজের অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, আনোয়ারায় নিস্ক্রিয় হওয়া দুদক কমিটি অবিলম্বে বাতিল করা হোক। কমিটির সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এসব বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, আমি নতুন যোগদান করেছি। সব বিষয়ে এখনো বুঝে উঠতে পারিনি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থাটি আনোয়ারায় দীর্ঘ সময় ধরে অকার্যকরে পরিণত হয়েছে কি-না দুদকের সকলের কাছ থেকে জেনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ২০ বছরের অকার্যকর আনোয়ারা দুদক কমিটি অকার্যকর বিষয়ে দুর্নীতি দমন কমিশন-(দুদক) চট্টগ্রামের পরিচালক মো: মাহমুদ হাসান আলোকিত প্রতিদিনের প্রতিবেদককে জানান, আনোয়ারার দুর্নীতি দমন কমিশনটি দীর্ঘ সময় ধরে কেন অকার্যকরে পরিণত হয়েছে তা খতিয়ে দেখা হবে। পরিচালক আরও বলেন, গাফিলতি বা অনিয়মের অভিযোগ পেলে কমিটি সংশ্লিষ্টদের বিরুদ্ধে সদর দফতরের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট