স্টাফ রিপোর্টার
নিজ শহরে পা রাখল চিটাগং কিংস চট্টগ্রাম কিংসকে বরণ করে নেন সমর্থকরা।
চট্টগ্রাম: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে চট্টগ্রাম এসে পৌঁছেছে চিটাগং কিংস।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় বিমানে সিলেট পর্ব শেষ করে চট্টগ্রামে পৌঁছায় কিংস।
এ সময় কিংস সমর্থকরা ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায় দলকে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম কিংস।
এ ছাড়া ১৭ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে, ১৯ জানুয়ারি ফরচুন বরিশাল, ২০ জানুয়ারি দুর্বার রাজশাহী এবং ২২ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে কিংস।
এরই মধ্যে ৪ ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে দলটি।