এম কে আলম চৌধুরী
কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে “আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা” শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। রোববার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়। এটি BRIDGES প্রকল্পের আওতায় নরওয়ের উন্নয়ন সহযোগী সংস্থা নোরাডের সহযোগিতায় আয়োজিত হয়েছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন, মিডিয়া কর্মকর্তা নূর আহমেদ বিশ্বাস, মো. আরাফাত রহমান এবং রাশেদুল হাসান বক্তব্য রাখেন।
এতে বাংলাদেশ বেতার, কক্সবাজারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করছেন। কর্মশালায় জলবায়ু পরিবর্তন, এর বিরূপ প্রভাব মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য করণীয় বিষয়ে সাংবাদিকতা ও প্রতিবেদন তৈরি বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা কক্সবাজারের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার চিত্র তুলে ধরতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালাটি চলবে আগামী তিন দিন ধরে, যেখানে সাংবাদিকরা জলবায়ু পরিবর্তন বিষয়ে গভীরতর ধারণা এবং দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।