1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

দেশের মানুষের চাওয়া বদলে গেছে, বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে ; উপদেষ্টা ফারুকী

উৎসবের আলো
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

 

 

এম কে আলম চৌধুরী কক্সবাজার

দেশের মানুষের চাওয়া বদলে গেছে, বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে ; উপদেষ্টা ফারুকী

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, ‘ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে সরকারে আসবে তারা দেশের মানুষের চাহিদা বুঝে গেছে । দেশের মানুষের চাওয়া বদলে গেছে। এই বদলে যাওয়ার চাওয়াকে মেটানোর রাজনীতিটাই রাজনৈতিক দলগুলোকে করতে হবে।’
শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা গোলচত্তর মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
‘এখন একটা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বারবার পরীক্ষা দিতে হচ্ছে’ মন্তব্য করে মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, ‘৩৬ জুলাই যখন পুলিশ ছিলো না তখন দেশের মানুষ নিজেরা নিজেদের মহল্লা পাহারা দিয়েছে। মুসলিমের ছেলেরা মন্দির পাহারা দিয়েছে একে অপরের পাশে দাঁড়িয়েছে। এটি ছিল সাংস্কৃতিক পরীক্ষা ছিল।’
সামনে একটা গনতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একই পরীক্ষায় অন্তবর্তী সরকার উত্তীর্ণ হবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে বিকেলে পৌনে ৫ টার দিকে বেলুন ও পায়রা উড়িয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বইমেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারি, সাংবাদিক মাহবুবুর রহমান প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থাসহ সরকারি প্রকাশনী সংস্থা ও স্থানীয় প্রকাশনী সংস্থার ৭৮ স্টল অংশ নিয়েছে। এ ছাড়া বই মেলায় বই পরিচিতি, মোড়ক উন্মোচন, বই পোকার আড্ডা, জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থান, মিডিয়াসহ বিভিন্ন কর্ণার স্থাপন করা হয়েছে।
মেলা প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১১ টা থেকে রাত ৯ পর্যন্ত উন্মুক্ত থাকবে। প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট