কোহিনূর হেলাল,কক্সাবাজার।
মহেশখালীতে পর্যটকদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে নৌ-ড্রাইভারদের আন্তরিকতার ওপর গুরুত্ব দিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, “ড্রাইভারদের সদাচরণ ও নিরাপদ চালনা পর্যটকদের এই নয়নাভিরাম পাহাড়ি দ্বীপে আকৃষ্ট করবে।”
পর্যটন মৌসুমে মহেশখালীতে হাজারো পর্যটক ভিড় জমায়। এ সময় নৌ-ড্রাইভারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের আন্তরিক ব্যবহার এবং সাবধানতার সঙ্গে স্পিডবোট চালানোর নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি আরও বলেন, “ভালো ব্যবহার ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করলে পর্যটকদের আগ্রহ বাড়বে এবং মহেশখালী আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে।”
এছাড়া তিনি ড্রাইভারদের সুবিধা-অসুবিধা গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন। সভা শেষে নৌ-ড্রাইভারদের মধ্যে আইডি কার্ড ও ইউনিফর্ম বিতরণ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল, বিএনপি নেতা আতাউল্লাহ বোখারী এবং ছাত্র সমন্বয়কসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ড্রাইভারদের প্রতি আন্তরিকতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে সভাটি শেষ হয়।