উজ্জ্বল আহমেদ -স্টাফ রিপোর্টার
পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে সোমবার ০৬ জানুয়ারি ২০২৫ইং সকাল ১১.৩০ ঘটিকায় রংপুরে সরকারি বেগম রোকেয়া কলেজের মিলনায়তনে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বেগম রোকেয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসমাইল হোসেন সরকার,। রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন সরকারি বেগম রোকেয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহঃ হামিদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আজহারুল ইসলাম, উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ দুলাল হোসেন এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর বিভাগীয় পরিচালক একেএম রফিকুল ইসলাম। এছাড়া কর্মশালায় মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র ইএনটি কনসালটেন্ট ডাঃ মোঃ হুমায়ুন কবীর। ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যসহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কমল কুমার বর্মণ। প্রধান রিসোর্স পার্সন মহোদয় তার বক্তব্যে শব্দদূষণ রোধে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং জনগণকে সচেতনতা বৃদ্ধির জন্য উদ্বুদ্ধ করেন। এছাড়া রিসোর্স পার্সনগণ শব্দদূষণের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে শব্দদূষণ রোধে শিক্ষার্থীগণসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। মূখ্য আলোচক শব্দের সহনশীল মানমাত্রা ও শব্দদূষণ এর বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে শব্দদূষণ রোধে করণীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অত:পর কর্মশালার সভাপতি মহোদয় পরিবেশ দূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদেরকে এগিয়ে আসার প্রতি দিক নির্দেশনা প্রদান করেন।