1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শনিবার, ১৪ জুন ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

সৎসঙ্গ বিহার সাতকানিয়া’র উদ্যোগে শীতবস্ত্র ও মিষ্টি বিতরণ

উৎসবের আলো
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

 

সাতকানিয়া প্রতিনিধি :-

সৎসঙ্গ বিহার সাতকানিয়া’র উদ্যোগে শীতবস্ত্র ও মিষ্টি বিতরণ

যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুরের রেতবাহী ও সৎসঙ্গের বর্তমান আচার্য্যদেবের জেষ্ট আত্মজ, পূজ্যপাদ শ্রীঅবিনেন্দ্রনাথ চক্রবর্তী’ (অবিন দাদা) এর ২৫ তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে গত ৫ জানুয়ারি “সৎসঙ্গ বিহার সাতকানিয়া’র” উদ্যোগে, সাতকানিয়া উপজেলার বাজালিয়া ঋষিতীর্থ অনাথ আশ্রমে, অনাথ শিশুদের মাঝে শীতবস্ত্র ও মিষ্টি বিতরণ করা হয়।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় সারাবিশ্বে গতকাল পালিত হয়েছে, তাঁরই অংশ হিসাবে এক আলোচনা সভা বাজালিয়া ঋষি তীর্থ আশ্রমের উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি আশুতোষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সমাজ সংগঠক দেবাশীষ কান্তি বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের রেতবাহী ও সৎসঙ্গের বর্তমান আচার্য্যদেবের জেষ্ট আত্মজ পূজ্যপাদ অবিনেন্দ্রনাথ চক্রবর্তী’ যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুরের আদর্শ প্রতিষ্টায়, তাঁর বর্তমান অমিয় কর্মযজ্ঞের নানাবিধ দিক নিয়ে আলোচনায় অংশ নেন সহপ্রতি ঋত্বিক বিপ্লব বিশ্বাস, সহপ্রতি ঋত্বিক সাধন কুমার সুশীল ও সহপ্রতি ঋত্বিক শুভাশীষ দাশ, ঋষি তীর্থ অনাথ আশ্রমের সেবাপ্রিয় ব্রহ্মচারী, মনি সিংহ, উত্তম দাশ নিলয়, রকেট মল্লিক, শ্যামল কান্তি দাশ, নয়ন কান্তি দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন, শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের অমিয় বাণী “মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষ যাঁর স্বার্থ হয়- পাওয়া তাঁর ব্যর্থ নয়”। তাঁর মহাবাণীর আদর্শ রুপায়নে, তাঁর রেতবাহী আচার্য্য পরম্পরায় আজ সারাবিশ্বে সৎসঙ্গ এক প্রেমের বন্ধন রচনা করেছে। যেখানে রয়েছে আধ্যাত্বিকতা, সেবা ও মানবিকতার এক অপূর্ব মেলবন্ধন।

অনুষ্ঠানের একপর্যায়ে আশ্রমিক ছেলেদের জন্য শীতবস্ত্র ও মিষ্টি উপহার স্বরুপ আশ্রম উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি আশুতোষ চক্রবর্তীর হাতে তুলে দেন সৎসঙ্গ বিহার সাতকানিয়া’র কর্মীবৃন্দ এবং একইসাথে শিশুদের মিষ্টিমুখ করানো হয়। এছাড়াও দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠান মালায় ছিল বিশেষ সৎসঙ্গ অধিবেশন ও ভান্ডারায় প্রসাদ বিতরণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট