1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃদুল কান্তি দে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল, স্মরণসভায় আনোয়ারায় জ্বরের প্রকোপ,ডেঙ্গুতে ২২ জন আক্রান্ত সীতাকুণ্ডে স্বামীকে হত্যা মামলায়,স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড ‘অধিকার আদায়ে জুলাই যোদ্ধারা রুখে দাঁড়িয়ে ছিলেন’ কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, নদভীর পিএস গ্রেপ্তার পটিয়ার সাবেক চেয়ারম্যানকে ধরে পুলিশে দিল বৈষম্যবিরোধীরা খুলশী থানা পুলিশের বিশেষ অভিযানে অশ্লীল কার্যকালাপে জড়িত ১৯ জনকে গ্রেফতার রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা, চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বাংলাদেশ পুলিশ জনগণকে সেবা দিতে বাধ্য

উৎসবের আলো
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশ জনগণকে সেবা দিতে বাধ্য
স্টাফ রিপোর্টার

পুলিশ জনগণকে সেবা দিতে বাধ্য ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম
ঢাকা: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, সেবা পাওয়া জনগণের অধিকার, পুলিশ জনগণকে সেবা দিতে বাধ্য। কাঙ্ক্ষিত মাত্রার সেবা পেতে পুলিশকে সহযোগিতা করুন।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর শাহজাহানপুরের মাহবুব আলী মিলনায়তনে শাহজাহানপুর থানা এলাকার সম্মানিত নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, জুলাই-আগস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।

বৈষম্য থেকে উত্তরণের জন্য একটি সুযোগ সৃষ্টি তৈরি করেছে আমাদের তরুণ সমাজ। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্নগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে।

নতুন পুলিশ, নতুন আমলাতান্ত্রিক ব্যবস্থা, নতুন রাজনীতি তথা সর্বোপরি একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিককে তার নিজের অবস্থানে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রত্যেক পরিবারে বাবা-মাকে নিজ নিজ সন্তানদের সুনাগরিক ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রত্যেককে নিশ্চিত করতে হবে যে, আমি আইন ভাঙবো না এবং নিজের অধীনস্থ ও পরিবারের সদস্যদের আইন না ভাঙার প্রতি উদ্বুদ্ধ করবো। তাহলে একটি অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে। ঐক্যবদ্ধভাবে সবাইকে আইন মান্য করতে হবে।
সভায় উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. মোরশেদুল ইসলাম বলেন, হাজারো শহীদ ও আহতদের রক্তের দিকে তাকিয়ে আমাদের পারস্পরিক মতভেদ ভুলে যেতে হবে। জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন দেশ গড়ে তুলতে হবে।

শাহজাহানপুর থানার বিশিষ্ট নাগরিক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশকে দেখতে চাই। দেখতে চাই পুলিশ জনগণের পাশে দাঁড়াচ্ছে। পুলিশকে অবশ্যই ‘দুষ্টের দমন আর শিষ্টের পালন’ নীতি মেনে চলতে হবে।

সমাজকর্মী নাহিদ জামান বলেন, শাহজাহানপুর থানা এলাকা থেকে মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ নির্মূল করতে হবে। এ কাজে এলাকাবাসী হিসেবে আমরা পুলিশকে তথ্য দিয়ে সব সময় পাশে থাকবো।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়। এরপর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শাহাদাৎবরণকারী সব শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সবাইকে নিয়ে মোনাজাত করা হয়।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলীর সভাপতিত্বে সভায় মতিঝিল বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট