1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন

খাগড়াছড়িতে দেবে যাওযার ২৪ ঘন্টা পরও চালু হয়নি সেতু

উৎসবের আলো
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

 

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে বেইলি সেতুর পাটাতন দেবে যাওয়ার ২৪ ঘন্টা পরও মেরামত কাজ শেষ না হাওয়ায় ভোগান্তিতে পরেছে স্থানীয়রা। এতে রাঙামাটির লংগদু উপজেলার সাথে খাগড়াছড়িসহ সারাদেশের যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৯ টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা -লংগদু সড়কের চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে। অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের কারনে বেইলি ব্রিজের পাটাতন দেবে গেছে।

বিকল্প পথে মোটরসাইকেল, সিএনজি, মাহেন্দ্রাসহ ছোট যানবাহন চলাচল করলেও বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল। এতে ভোগান্তিতে পরেছে সড়কে চলাচলকারীরা।

স্থানীয় কাঠ ব্যবসায়ী মিন্টু চৌধুরী জানান, এই ব্রিজটা কখনো সড়ক বিভাগ মনিটরিং করে নাই। একারণে ব্রিজটা ভেঙে গেছে। লংগদু, মেরুং এলাকার মানুষ ভোগান্তিতে পরেছে।

সড়কে চলাচলকারী মনির হোসেন বলেন, এই ব্রিজের কারণে কাল থেকে চলাচল বন্ধ। কবে ব্রিজ ঠিক হবে তাও জানি না। সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পরেছে।

বেইলি সেতুর মেরামত কাজ শেষ হতে আরও একদিন সময় লাগবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সড়ক নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান।

তিনি বলেন, ব্রিজের পিলার ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামত কাজ শেষ করা যায়নি। কাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে যান চলাচল স্বাভাবিক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট