1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের কারনে বেইলি ব্রিজের পাটাতন দেবে গেছে।

উৎসবের আলো
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩ বার পড়া হয়েছে

 

খাগড়াছড়ি প্রতিনিধি

অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের কারনে বেইলি ব্রিজের পাটাতন দেবে গেছে।
খাগড়াছড়িতে বেইলি সেতুর পাটাতন দেবে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯ টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে। অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের কারনে বেইলি ব্রিজের পাটাতন দেবে গেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান, বেলাল হোসেন বলেন, বোয়ালখালি ছড়ার উপর বেইলি ব্রিজের উপর অতিরিক্ত কাঠবোঝাই ট্রাক ঝুঁকিপূর্ণ বেইলি ব্রীজে উঠার পর পাটাতন দেবে যায়। এ সময় কোন হতাহত না হলেও যানবাহন চলছে না। এছাড়া সড়কটি সরু হওয়ার কারণে মোটরসাইকেলসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, বেইলি ব্রীজের পাটাতন দেবে যাওয়ার বিষয়টি জানা নেই। তবে সড়কের যানচলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নিচ্ছি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, যান চলাচল দ্রুত স্বাভাবিক করার জন্য কাঠবোঝাই ট্রাক থেকে কাঠ নামানোর কাজ শুরু হয়েছে। এরপর ট্রাকটি পাটাতন থেকে তোলা হবে। বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করছে তবে ভারী যানবাহন চলাচল বন্ধ আছে। বেইলি ব্রিজে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সময় লাগবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট